উৎসবের মাঝেই হট লুকে নেট দুনিয়া কাঁপালেন রাইমা, বক্ষ বিভাজিকায় সাহসী পোজে আবারও ভাইরাল

উৎসবের মরসুম, এমনিতেই নেট মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে রাইয়ার নয়া লুকে মুগ্ধ করল ভক্তদের। সাহসী পোজ খুব একটা অবাক বিষয় নয় রিয়া বা রাইমার কাছে। তাই সপ্তমীতে শেয়ার করা ছবি এবার হয়ে উঠল ভাইরাল। 

Jayita Chandra | Published : Oct 13, 2021 6:16 AM IST
19
উৎসবের মাঝেই হট লুকে নেট দুনিয়া কাঁপালেন রাইমা, বক্ষ বিভাজিকায় সাহসী পোজে আবারও ভাইরাল

সাবেকি লুকে ঠিক যেন সুচিত্রা সেন। তিনিই আবার হাল ফ্যশনের স্টাইল স্টেটমেন্ট বাতালেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একরাশ ছবি শেয়ার করে।

29

কখনও স্নিগ্ধ কখনও হট লুকে ধরা দেওয়া রাইমা সেন-ই এখন ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক সম্প্রতি তাঁর শেয়ার করা বেশ কয়েকটি ছবি।

39

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় রাইমা সেন। একের পর এক ছবি পোস্ট করে ভক্তদের মন জায়গা করেছেন তিনি ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ার পাতাই যেন তাঁর পোর্টফোলিও।

49

সাদা কালো ছবিতেও নজর কাড়লেন রাইমা। মুখের আদল বেশ খানিকটা সুচিত্রা সেনের মত, ছবি শেয়ার করাতেও সেই কথাই উঠে এসেছিল নেটিজেনজের মুখে।

59

ট্রেন্ডি লুকে রিয়া-রাইমা, দুই বোনই এক কথায় এবলে আমায় দেখ তো ও বলে আমায়। তবে সোশ্যাল মিডিয়া থেকে বক্স অফিস ট্রেন্ড, রাইমার লুকেই এখন বাজিমাত।

69

সুচিত্রা সেন-এর লুকে  ছবিতে একাধিকবার নজর কেড়েছিলেন রাইমা সেন। তাঁর মুখের আদল থেকে শুরু করে স্টাইল, ষাটের দশকের কথাই মনে করিয়ে দিল এই ছবি।

79

বর্তমানে হট লুকে পোস্ট করা রাইমার একাধিক ছবি ভাইরাল নেট দুনিয়ায়। কখনও ওয়াইন, কখনও সিগারেট, বিতর্কেও জড়িয়েছে সেই ছবি।

89

তারিখ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে সম্প্রতি। সেই ছবিই জিতে নিয়েছে একাধিক পুরষ্কার। অভিনয় করে প্রশংসিতও হয়েছিলেন তিনি।

99

সপ্তমীর পুজোতেও যে ছবি শেয়ার করলেন রাইমা, তা একপ্রকার ঝড় তুলল ভক্তদের মনে। রাইমার এই লুক বর্তমানে ভাইরাল নেট পাড়ায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos