KIFF-র অন্তিম দিন, চাঁদের হাট নিয়ে হাজির রাজ চক্রবর্তী, রইল একাধিক ঝলক

বিশ্বজুড়ে করোনা আবহ। গত বছর নভেম্বর মাস থেকে পিছিয়ে গিয়েছিল কলকাতা আন্তর্জিতাক চলচ্চিত্র উৎসব। মাস দুয়েক পিছিয়ে যেতেই সরকারের উদ্যোগে অবশেষে  ৮ জানুয়ারি নবান্নের সভাঘরে উদ্বোধন হয়েছিল এই উৎসবের। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম দিনের ঝলক নিয়ে প্রকাশ্যে এলেন রাজ চক্রবর্তী।  
 

Adrika Das | Published : Jan 15, 2021 3:49 PM IST
18
KIFF-র অন্তিম দিন, চাঁদের হাট নিয়ে হাজির রাজ চক্রবর্তী, রইল একাধিক ঝলক

অন্যান্য বছরের চেয়ে এই বছর লোকসংখ্যা কম হলেও অনুষ্ঠানের গুণগত মান একেবারেই কমে যায়নি। 

28

এক কথা দিয়েছিলেন রাজ। এই বছরও সমস্ত দিক দিয়েই বিনোদনপ্রেমীরা একই রকম চলচ্চিত্র উৎসবের ছোঁয়া পেলেন, জানালেন রাজ। 

38

২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হলেন রাজ চক্রবর্তী। 

48

উদ্বোধনী অনুষ্ঠান থেকে অন্তিম দিন, সবের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেনন তিনি। 

58

২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিত্যদিন উপস্থিত ছিল একঝাঁক তারকা।

68

এবারও অন্তিম দিনে রাজের সঙ্গে দেখা গেল অঙ্কুশ হাজরা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্যকে। 

78

কলকাতা চলচ্চিত্র উৎসবে যেন চাঁদের হাট। উপস্থিত হয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, স্ত্রী রফিয়ত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা। 

88

দেখা গেল অনুপম রায় সহ অনেককেই। অন্তিম দিনেই একাধিক তারকাদের নিয়েই কাটল বিনোদনের সন্ধে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos