শিশুশিল্পী থেকে 'রাণী রাসমণি' ধারাবাহিকে দাপটের সঙ্গে বছর পর বছর অভিনয় করে যাওয়া। টিআরপি-র তালিকায় নিজের ধারাবাহিকটি শীর্ষে ধরে রাখা, সবই এই টুকু বয়সে অর্জন করেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর জনপ্রিয়তার কথা যত বলা হয় ততই কম। এই টুকু বয়সেই সুপারহিট ধারাবাহিকে আজও মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি। সত্যি কথা বলতে, তাঁর চরিত্রিটি 'রাণী রাসমণি' থেকে সরিয়ে দিলে টিআরপি-র তালিকায় আর এর নাম দেখা যাবে না।
সব মিলিয়ে দিতিপ্রিয়াকে এমন অবতারে দেখতে সর্বদা আগ্রহী ভক্তরা। সাধারণত তাঁকে টম বয়ইশ লুকেই বেশি দেখা যায়। তবে এই রূপে তাঁকে দেখে মাথায় হাত উঠেছে সাইবারবাসীর।