অভিনেতার (Ranojoy Bishnu) মতে, মুম্বই হোক কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি, কাজের প্রস্তাব পেলে সব দিকেই যাব। কিন্তু কাজ করে কলকাতাতেই ফিরব, কারণ আসল শিকড়টা তো কলকাতাতেই ।কখনও পাহাড়ে, কখনও আবার সমুদ্র সর্বত্রই নিজেদের মাখোমাখো ভালবাসার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন এই যুগল।