গোপনে সহবাস নয়, সোহিনীর সঙ্গে সেমি লিভ-ইন করছেন রণজয়, জানুন আসল সত্য

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী  সোহিনী সরকার (Sohini Sarkar) এবং রণজয় বিষ্ণু টলিপাড়ার হট কাপলসদের মধ্যে অন্যতম। লুকোছাপা, রাখঢাক যে মোটেই পছন্দ নয় রণজয় ও সোহিনীর তা তাদের সোশ্যাল মিডিয়া পিডিএ-বলে দেয়। হামেশাই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদেরকে। কোনওদিন নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা করেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার এবং টলি তারকা রণজয়। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একাধিক সাহসী মুহূর্তে নজর কাড়েন টলিপাড়ার এই লাভবার্ডস।  পার্টি হোক কিংবা কোনও উৎসব সর্বদাই একসঙ্গে নজর কাড়েন  (Ranojoy Bishnu) রণজয়-সোহিনী। হামেশাই কাপল গোল দিয়েই চলেছেন এই যুগল। সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের ইন্টারেস্টিং তথ্য ফাঁস করে দিলেন অভিনেতা, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে।

Riya Das | Published : Mar 4, 2022 2:58 PM
110
গোপনে সহবাস নয়, সোহিনীর সঙ্গে সেমি লিভ-ইন করছেন রণজয়, জানুন আসল সত্য


বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী সরকার (Sohini Sarkar) । টেলিভিশন দিয়ে অভিনয়ের শুরু। তারপর থেকেই একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই টলি তারকা রণজয় বিষ্ণুর  (Ranojoy Bishnu) সঙ্গে সম্পর্কে রয়েছেন সোহিনী সরকার।

210


রাখঢাক, লুকোছাপা এসব অতীত। কোনওদিন নিজেদের সম্পর্ককে লুকিয়ে রাখার চেষ্টা করেননি টলি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) এবং টলি তারকা রণজয় (Ranojoy Bishnu) । সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই একাধিক সাহসী মুহূর্তে নজর কাড়েন টলিপাড়ার এই লাভবার্ডস। 

310

পার্টি হোক কিংবা কোনও উৎসব সর্বদাই একসঙ্গে নজর কাড়েন (Ranojoy Bishnu) রণজয়-সোহিনী (Sohini Sarkar)। হামেশাই কাপল গোল দিয়েই চলেছেন এই যুগল। সম্প্রতি প্রথমসারির সংবাদমাধ্যমে নিজের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের ইন্টারেস্টিং তথ্য ফাঁস করে দিলেন অভিনেতা, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে।

410

সিনেমা থেকেই ছোটপর্দায় চলে এসেছেন রণজয় বিষ্ণু  (Ranojoy Bishnu)  । কিন্তু হঠাৎ এই রদবদল কেন, এর উত্তরে অভিনেতা বলেছেন,  বহুদিন ধরেই চ্যানেল থেকে যোগাযোগ করা হচ্ছিল এবং  অতিমারির সময়টাতে কাজ অনেকটাই কম ছিল। এবং দীর্ঘদিন ধরেই লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। অবেশেষে সেই ইচ্ছাও পূরণ হয়েছে।  গুড্ডি ধারাবাহিকে অনুজের চরিত্রটা এতটাই ইন্টারেস্টিং মনে হয়েছিল যে না করতে পারেননি অভিনেতা।

510

প্রথম সারির সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণজয়  (Ranojoy Bishnu)  আরও বলেছেন, এই মুহূর্তে বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। যেখানে শুধু বাংলা নয়, হিন্দি, ও দক্ষিণী ছবিও রয়েছে।  ভাল চিত্রনাট্য পেলে সিনেমা, ওয়েব সিরিজ সবেতেই অভিনয় করতে চান রণজয়।

610

অভিনেতার  (Ranojoy Bishnu)  মতে, মুম্বই হোক কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রি, কাজের প্রস্তাব পেলে সব দিকেই যাব। কিন্তু কাজ করে কলকাতাতেই ফিরব, কারণ আসল শিকড়টা তো কলকাতাতেই  ।কখনও পাহাড়ে, কখনও আবার সমুদ্র সর্বত্রই নিজেদের মাখোমাখো ভালবাসার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন এই যুগল।

710

প্রেমিকা সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে দীর্ঘদিন ধরে লিভ-ইনে রয়েছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) সেকথা কারোরই অজানা নয়। এই প্রসঙ্গে রণজয় সাফ বলেন, এটাকে সেমি লিভ-ইন বল হয়। কখনও  সোহিনী আমার বাড়িতে চলে আসে আবার কখনও আমি ওর বাড়িতে চলে যাই। আবার কখনও যে যার মতো থাকি।

810

সোহিনীকে (Sohini Sarkar) নিয়ে রণজয়  (Ranojoy Bishnu) আরও বলেন, আমরা একে অপরকে পছন্দ করি এবং দুজন-দুজনকে ভালবাসি, একসঙ্গে চলতে চাই, সেটাকে সকলেই সম্মান করে। এবং এই বিষয়টাতে আমাদের পরিবারও আমাদেরকে সম্মান করে।

910


সোহিনীর  (Sohini Sarkar) সঙ্গে প্রায় তিন বছর ধরে রিলেশনে রয়েছেন রণজয় (Ranojoy Bishnu) ।  কবে চারহাত এক হবে, বিয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেতা সাফ বলেন, বিয়ের প্ল্যানিং তো নিজেদের মধ্যে চলতেই থাকে। সব কিছু ঠিক হলে দিনটা অবশ্যই জানাব।  এটা তো আমাদের উপর নির্ভর করছে না। অতিমারিতে যা যা হল তাতে খুব জমকালো অনুষ্ঠান করব না। সাদামাটা ভাবে বিয়ের করার ইচ্ছে রয়েছে দুজনের।  

1010

এককথায় বলতে গেলে টলিপাড়ায় রীতিমতো কাপল গোল দিয়েই চলেছেন  (Sohini Sarkar) সোহিনী ও রণজয় (Ranojoy Bishnu) । বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী। সময় পেলেই একঘেয়েমি জীবন ছেড়ে বেড়াতে চলে যান তারা এবং সেখানে গিয়েই প্রাণখোলা অক্সিজেন নিয়ে ফিরে আসেন চার দেওয়ালের গন্ডিতে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos