Published : Jul 10, 2021, 01:06 PM ISTUpdated : Jul 12, 2021, 09:13 AM IST
১২ জুলাই রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরে মহাসমারোহে পালিত হয় এই রথযাত্রা উৎসব। তবে করোনার কারণে বেশ খানিকটা রাশ টানা হয়েছে রথযাত্রা উৎসবে। করোনাকালে উৎসবের রং ফিকে হলেও ধারবাহিকে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে মহা ধুমধাম করে। রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ পর্বেরও আয়োজন করেছে জি বাংলা। মিঠাই থেকে কৃষ্ণকলি, ধারাবাহিকে রয়েছে বড় চমক, জেনে নিন রথযাত্রা স্পেশ্যাল ধারাবাহিকের সময়সূচী।
টিআরপি-র তালিকায় সবাইকে পিছনে ফেলে সেরার শীর্ষে মিঠাই। ফের আরও একবার সেরার সেরা মিঠাই।
29
মিঠাই মানেই নয়া চমক। মিঠাই-সিদ্ধার্থর কেমিস্ট্রি কোন দিকে মোড় নেবে,সেই দিকেই তাকিয়ে দর্শক। আদৌই কি ডিভোর্স হবে নাকি মিঠাইয়ের প্রতি মন গলবে তা জানতেই মরিয়া মিঠাই ভক্তরা
39
আগামী সোমবার ১২ জুলাই মনোহরা-তে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষেই সোমবার সেই বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে মিঠাই-তে।
49
রথযাত্রা উপলক্ষে আগামী ১২ জুলাই অপরাজিতা অপু-ধারাবাহিকেও রয়েছে বিশেষ চমক।
59
অপরাজিতা অপু-তে রথযাত্রা উপলক্ষে ১ ঘন্টার স্পেশ্যাল এপিসোড রাখা হয়েছে।
69
রথযাত্রা স্পেশ্যালে উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়াতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অপুকে।
79
কৃষ্ণকলি নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। সত্যিই কি শ্যামা ফিরে পাবে তার ছেলেকে তা নিয়েই বাড়ছে জল্পনা।
89
১২ জুলাই রথযাত্রা উপলক্ষে কৃষ্ণকলি-তেও রয়েছে বিশেষ চমক।
99
শ্যামা প্রতিনিয়তই লড়াই চালিয়ে যাচ্ছে নিখিলের প্রাণ ফেরানোর জন্য। এবার রথযাত্রায় কী হতে চলেছে তা দেখতে হলে ১২ জুলাই চোখ রাখতে হবে কৃষ্ণকলির মহাপর্বে।