Ritabhari : অন্তর্বাসের উপর দিয়ে ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ, 'BOSSBABY'-র অ্যাটিটিউটে মুগ্ধ ভক্তরা

শীতের পারদ কমতেই শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। কালো চেন খোলা পোশাকের ভিতর দিয়ে বেরিয়ে আসছে অন্তর্বাস,শুধু তাই নয় অন্তর্বাসের ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকার খাঁজ। বোল্ড লুকে  ছবি পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। টলিপাড়ার বসবেবি-র ছবি দেখল ঘুম উড়বে আপনারও।
 

Riya Das | Published : Jan 5, 2022 12:00 PM
19
Ritabhari : অন্তর্বাসের উপর দিয়ে ঠিকরে বেরোচ্ছে বক্ষের খাঁজ, 'BOSSBABY'-র অ্যাটিটিউটে মুগ্ধ ভক্তরা

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই  ছবি -ভিডিও পোস্ট করে উষ্ণতার পারদ চড়ান  টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী (Ritabhari Chakraborty)।

29


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ছবি পোস্ট করেছেন ঋতাভরী। চেন খোলা  কালো পোশাকের ভিতর দিয়ে বেরিয়ে আসছে অন্তর্বাস,শুধু তাই নয় অন্তর্বাসের ঠিকরে বেরোচ্ছে বক্ষ-বিভাজিকার খাঁজ (Ritabhari Chakraborty) । বোল্ড লুকে  ছবি পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। 

39


 কালো পোশাক, টেনে উচু করে বাধা চুল, চোখের চাহনি-তেই বোল্ড আউট ভক্তরা। ছবিতে 'BOSS' লেখা ইয়াররিং -এ নজর আটকেছে নেটিজেনদের। শুধু তাই নয়, সুপারহট লুকে নিজের ছবি শেয়ার করে ক্যাপশেন 'BOSSBABY' বলে নিজেকে উল্লেখ করেছেন (Ritabhari Chakraborty) । টলিপাড়ার বসবেবি-র ছবি  ঘুম কেড়েছে ভক্তদের।

 

49

শীতের পারদ কমতেই শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ঋতাভরীর এই কিলার লুক নিমেষে ভাইরাল হয়েছে। ছবিতে লাইকের সংখ্যা যেমন বাড়ছে তেমবই কমেন্টে 'লেডি বস', 'কুইন' বলেও মন্তব্য করেছেন নেটিজেনরা (Ritabhari Chakraborty)।

59


কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে সর্বদাই মাতিয়ে রাখেন অভিনেত্রী। তবে এবারও উষ্ণ আবেদনে চোখের ইশারাতেই রাতের ঘুম কাড়লেন বঙ্গললনা (Ritabhari Chakraborty) ।

69

ব্যক্তিগত জীবন হোক কিংবা ফ্যাশন সবসময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতাভরী চক্রবর্তী। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)  যেন নেটদুনিয়ার হটকেক। 

79

সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত ঋতাভরী। সাহসী ফটোশ্যুটে বোল্ড আউট সাইবারবাসী। নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হট অ্যান্ড সেক্সি (Ritabhari Chakraborty) ।

89

সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। বোল্ড ফোটোশুটের ছবি শেয়ার করে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী। কিলার লুকে অভিনেত্রীর শরীরী সৌন্দর্যে কুপোকাত নেটিজেনরা। টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মিষ্টি মেয়েটি আজ নেটদুনিয়ার হটকেক। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কাড়ছেন এই বঙ্গ ললনা (Ritabhari Chakraborty)।

99


 দীর্ঘ অসুস্থতার পর নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী। চলতি মাসের ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়ে ঋতাভরীর ছবি 'এফআইআর'। ছবিতে অঙ্কুশ হাজরার বিপরীতে দেখা গেছে অভিনেত্রীকে। ঋতাভরী চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে ঋতাভরীকে (Ritabhari Chakraborty) । যেখানে ঋতাভরীর চেহারায় অনেকটায় পার্থক্য দেখা গিয়েছে। তবে আপাতত চেহারা নিয়ে নয়, নিজের কাজেই মন দিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos