নগ্ন শরীরে বিছানায় শুয়ে হট পোজ ঋতাভরীর, সাদা-কালো ছবি ভাইরাল নেটদুনিয়ায়

রঙিন ছবি নয়, বরং সাদা-কালো ছবিতেই নজর আটকেছে সবার। ছবি দেখে চোখ সড়াতে যেন কেউই পারছেন না। এমনই কান্ড ঘটিয়েছেন টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার ছিপছিপে শরীরের উষ্ণতায় মাতোয়ারা দর্শক। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কেড়েছেন এই বঙ্গ ললনা। কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী।  সাদা কালো ছবিতেও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন ঋতাভরী। সম্পূর্ণ নগ্ন শরীরটাকে ঢেকেছেন এক ফালি  সাদা চাদর দিয়ে।  তার শরীরী বিহঙ্গ আর চোখের জাঁদুতেই কাত হয়েছে হাজারো পুরুষ। শরীরী আবেদনপূর্ণ লাস্যময়ীর ছবি দেখলে নিজেকে ঠিক রাখা দায়। রইল শরীর গরম করা একগুচ্ছ ছবি।

Riya Das | Published : Mar 18, 2020 7:40 AM IST
110
নগ্ন শরীরে বিছানায় শুয়ে হট পোজ ঋতাভরীর, সাদা-কালো ছবি ভাইরাল নেটদুনিয়ায়
সাদা কালো ছবিতেও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন ঋতাভরী। সম্পূর্ণ নগ্ন শরীরটাকে ঢেকেছেন এক ফালি সাদা চাদর দিয়ে।
210
তার শরীরী বিহঙ্গ আর চোখের জাঁদুতেই কাত হয়েছে হাজারো পুরুষ।
310
সম্প্রতি সাদা কালো ছবিতেও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন তিনি। সাদা রঙের বিছানার মধ্যে নগ্নতাকে যেভাবে তুলে ধরেছেন অভিনেত্রী তাতে চোখ সড়ানো দায়।
410
টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী'র মিষ্টি মেয়েটি আজ নেটদুনিয়ার হটকেক।
510
সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের মাতিয়ে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত ঋতাভরী।
610
নিজের স্বাস্থ্য নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। একদিকে শরীরচর্চা আর অন্যদিকে কড়া ডায়েটিং -এই দুইয়ের ব্যালেন্সে তিনি হয়ে উঠেছেন হট অ্যান্ড সেক্সি।
710
টেলি সিরিয়ালেই থেমে থাকেন নি অভিনেত্রী। কখনও আয়ুষ্মান খুরানার সঙ্গে গানের ভিডিও তো কখনও কালকির সঙ্গে ওয়েব সিরিজেও দেখা গিয়েছে ঋতাভরীকে।
810
এর পাশাপাশি বলিউড সিনেমা 'পরী'-তেও অনুষ্কা শর্মার পাশে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন তিনি।
910
উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি'-তেমহিলা পুরোহিতের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন ঋতাভরী।
1010
বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গেই অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। ঋতাভরী নাকি অমিতের সঙ্গে ডেট করছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos