রঙিন ছবি নয়, বরং সাদা-কালো ছবিতেই নজর আটকেছে সবার। ছবি দেখে চোখ সড়াতে যেন কেউই পারছেন না। এমনই কান্ড ঘটিয়েছেন টলি ইন্ডাস্ট্রির অবেদনময়ী প্রথম সারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার ছিপছিপে শরীরের উষ্ণতায় মাতোয়ারা দর্শক। একের পর এক সাড়া জাগানো ছবি দিয়ে রাতের ঘুম কেড়েছেন এই বঙ্গ ললনা। কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে মাতিয়ে রেখেছেন অভিনেত্রী। সাদা কালো ছবিতেও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন ঋতাভরী। সম্পূর্ণ নগ্ন শরীরটাকে ঢেকেছেন এক ফালি সাদা চাদর দিয়ে। তার শরীরী বিহঙ্গ আর চোখের জাঁদুতেই কাত হয়েছে হাজারো পুরুষ। শরীরী আবেদনপূর্ণ লাস্যময়ীর ছবি দেখলে নিজেকে ঠিক রাখা দায়। রইল শরীর গরম করা একগুচ্ছ ছবি।