শরীরী আবেদনে সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রেখেছেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। অভিনয়ে দিদার মতোন জনপ্রিয়তা না পেলেও পোশাকের ব্যাপারে বরাবরই সাহসী মুনমুন কন্যা রিয়া। বয়স ৪০-এর কোটায়। কিন্তু লাস্যময়ীকে দেখলে তা বোঝা দায়। নগ্ন শরীর, উন্মুক্ত উরুতে হট পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিয়া। গা থেকে খুলে পড়ছে পোশাক, বক্ষযুগল সামলে নিয়ে হট পোজে ঘাম ঝরালেন রিয়া।