শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদে এবার কি ভেঙে পড়লেন রোশন, ভ্যালেন্টাইন্স ডে-তে দেবদাস লুক মুহূর্তে ভাইরাল

Published : Feb 15, 2021, 11:08 AM IST

শ্রাবন্তী ও রোশন, বিয়ের পিঁড়িতে বসে সকলের নজর কেড়েছিলেন। দিব্য সংসার করছিলেন তাঁরা। নতুন পরিবারে ছেলে ঝিনুকই ছিল বেশ খুশি। কিন্তু সেই সুখের সংসারই ভাঙতে খুব বেশি সময় লাগেনি। শেষ এ কী হাল হল রোশনের! 

PREV
19
শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদে এবার কি ভেঙে পড়লেন রোশন, ভ্যালেন্টাইন্স ডে-তে দেবদাস লুক মুহূর্তে ভাইরাল

শ্রাবন্তীর সঙ্গে রোশনের বিয়ের খবর প্রকাশ্যে আসার মাত্র দেড় বছরের মাথায় হঠাৎ-ই ঘটে ছন্দপতন। 

29

দুর্গা পুজোর সময়ই সকলের নজরে প্রকট হয়ে দাঁড়ায় এই দুইয়ের মধ্যে কোনও সম্পর্কই নেই। শুরু করেন তাঁরা আলাদা থাকতে। 

39

এই পরিস্থিতিতেই টলিপাড়ায় ওঠে বিচ্ছেদের গুঞ্জণ। প্রথমটায় খুব একটা কোনও তারকা মুখ না খুললেও, পরবর্তীতে সাফ হয়ে যায় এই রটনা। 

49

রোশনের সঙ্গে সম্পর্কে ইতিটেনে টেলিদুনিয়া নিয়ে ভালোই আছেন শ্রাবন্তী। কিন্তু কেমন আছেন রোশন! 

59

তার সঠিক উত্তর নাম মিললেও সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মধ্যেই করা রোশনের পোস্ট স্পষ্ট বোঝায় তাঁর মনের অবস্থা। 

69

কখনও জিম ফিট লুক, কখনও আবার করিনার সঙ্গে ছবি পোস্ট করে নেট দুনিয়ায় নজর কেড়েছেন। 

79

তবে ভ্যালেন্টাইন্স ডে-তে সামনে এলো রোশনের অন্য এক লুক। ফিটনেস টেনারের মুখে সিগারেট। 

89

পাশে নেই কেউ, এই বিশেষ দিনে এই এককি পোস্টই যেন প্রশ্ন তুলে দিল সকলের মনে। তবে কি মন ভাঙার ইঙ্গিতই দিলেন রোশন। 

99

ঝড়ের বেগে ছবি হয়ে উঠল ভাইরাল। অচেনা-অজানা রোশনের এই লুকই এবার সকলের মনে তুলে দিল প্রশ্ন, কেমন আছেন শ্রাবন্তীর বর!

click me!

Recommended Stories