Srabanti Banerjee : চলতি বছরেই মা হয়েছেন টলিপাড়ার মডেল-অভিনেত্রী শ্রাবন্তী বন্দোপাধ্যায় (Srabanti Banerjee)। শ্রাবন্তীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। গত ৭ জুলাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন শ্রাবন্তী। ছেলের হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি শেয়ার করেছিলেন নায়িকা। শুধু তাই নয়, ছেলের ছবি শেয়ার করে নায়িকা জানিয়েছেন, বীরপুরুষ এসেছে তার ঘরে। ছেলের জন্মের পর ছবিতে দেখা গেছে মায়ের হাত ধরে রয়েছে একরত্তি। ছবির ক্যাপশনে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষের পংক্তি, 'আমি যেন তোমায় বলছি ডেকে,'আমি আছি, ভয় কেন মা করো !' আমার 'বীরপুরুষ' ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে'। চলতি বছরে ক্রিসমাসের দিনে ছেলের সঙ্গে ছবিও পোস্ট করেছেন নায়িকা।