Roundup 2021 : মন ভাল করা একগুচ্ছ বাংলা সিনেমা, বর্ষশেষে না দেখলেই মিস করবেন

টলিউডের জন্য এই বছরটা বেশ ভাল। টলিপাড়ায় একের পর এক ভাল খবর বছরভর আনন্দে রেখেছে বাঙালি দর্শকদের।  অতিমারির কারণে দীর্ঘদিন সিনেমাহল বন্ধ থাকায় বড়পর্দায় মুক্তি পায়নি কোনও ছবি। ঘরবন্দি জীবনের সঙ্গেই অভ্যস্ত হয়ে উঠেছিল জনজীবন। এবার নিউনর্মাল হতেই সংকটের মধ্যেও ২০২১ সালে দর্শক উপহার পেয়েছে বেশ কিছু বাংলা সিনেমা। বর্ষশেষে দেখে নিন একগুচ্ছ মন ভাল করা বাংলা সিনেমা, যা না দেখলেই বড়সড় মিস করবেন।

Riya Das | Published : Dec 29, 2021 12:34 PM
19
Roundup 2021 : মন ভাল করা একগুচ্ছ বাংলা সিনেমা, বর্ষশেষে না দেখলেই মিস করবেন

'টনিক' (Tonic) : শীত-গ্রীষ্ম-বর্ষা টনিক-ই ভরসা। টনিক-জ্বরে কাবু গোটা টলিপাড়া। এই টনিক-কেই কাজে লাগাচ্ছে বাঙালি। সকলের মুখে এখন একটাই সংলাপ। দেবের মুখের এই সংলাপেই যেন মোড় ঘুরে গেছে বাংলা সিনেমার। তবে কি চলচ্চিত্র জগতে এই টনিক (Tonic)কাজ করতে শুরু করে দিয়েছে। চলতি বছরের ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই যে ছবিটা পুরো অন্যরকম। করোনাকালে এমন দৃশ্য যা গত দেড় বছরেও দেখেনি বাঙালি দর্শক। ( Dev)দেব-পরাণ জুটির চমকই বাজিমাত করেছে দর্শকদের। একদিকে বর্ষশেষ অন্যদিকে বড়দিন, আর বছরের শেষ সময়টাতেই এবার একরাশ মন ভাল করা টনিক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা দেব। প্রতিটা প্রেক্ষাগৃহই হাউসফুল। আসলে একরাশ তাজা নিঃশ্বাস বাঙালিকে ভরিয়ে দিচ্ছে এই টনিক।

29

'অভিযাত্রিক' (Abhijatrik) : 'পথের পাঁচালি' বাঙালি সাহিত্যপ্রেমীর কাছে নস্ট্যালজিয়া। বৃষ্টিভেজা মাঠ, রেলগাড়ির সাইরেন, পদ্মপাতায় জমা বৃষ্টির জলের আওয়াজ আজও বাঙালীর মননে গেঁথে রয়েছে। আবার সেই নস্টালজিয়া ফিরছে সিনেমার রূপোলি পর্দায়। ডিজিটাল যুগের চোখধাঁধানো গ্ল্যামার নয়, আলোর ঝলকানি নয়, সম্পূর্ণ সাদা-কালোতেই ফিরছে অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরেই আবারও সেই পুরোনো দিনে ফিরে যাবে বাঙালি দর্শক। সত্যজিৎ রায় পরিচালিত  'অপুর সংসার' যেখানে শেষ হয়েছিল  সেখান থেকেই গল্প বলা শুরু করবে 'অভিযাত্রিক' (Abhijatrik)। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অর্পণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এছাাড়াও অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সহ আরও অনেকেই রয়েছে ছবিতে।

39

 'গোলন্দাজ' (Golondaj) : দেব  (Dev)মানেই একগুচ্ছ ছবি। কখন রাফটিং করছেন তো কখনও ফুটবল খেলছেন। সবসময়েই বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেতা।   'গোলন্দাজ'  (Golondaj)ছবিতে কিংবদন্তী ফুটবলার নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা দেব। ছবিতে দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন শ্রীকান্ত আচার্য। দেবের স্ত্রী চরিত্রে দেখা গেছে ঈশা সাহাকে। এবং একটি বিশেষ চরিত্রে দেখা গেছে অর্নিবাণ ভট্টাচার্যকে। ছবিটি পরিচালনা করেছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

49


 'নির্ভয়া' (Nirbhaya) : পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালিত ছবি  'নির্ভয়া '-র (Nirbhaya) পোস্টার মুক্তি পেতেই সাড়া ফেলেছিল দর্শকমহলে। গত কয়েক বছরে নির্ভয়া শব্দটি গোটা ভারতবাসীর কাছে পরিচিত। কারণে কোনও মেয়ে ধর্ষিত হলেই এই নামটা বহুল ব্যবহৃত হয়। আর এটাই হল পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালিত ছবি নির্ভয়া-র মূল গল্প।  এই ছবি হাত ধরেই বড়পর্দায় পা রেখেছেন হিয়া দে।  ছবির মূল গল্প ১৩ বছরে মেয়ের গণধর্ষণে ঘটনাকে কেন্দ্র করে। ছবিতে টলিপাড়ার একাধিক তারকা রয়েছেন যেমন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী ও শ্রীলেখা মিত্র। উল্লেখ্য, হায়দ্রাবাদে তেলেঙ্গনা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে  'নির্ভয়া'। 

59

 'ফ্লাইওভার ' (Flyover) : অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত  'ফ্লাইওভার ' (Flyover) ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা কোয়েল মল্লিক। ছবিতে কোয়েল ছাড়াও গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, পৌলমি দাস ও কৌশিক রায় সহ আরও অনেকেই অভিনয় করেছেন।

69

 'অনুসন্ধান' (Anusandhan) : টলিপাড়ার জনপ্রিয় পরিচালক কমলেশ্বের মুখোপাধ্যায় পরিচালিত ছবি  'অনুসন্ধান' মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার বিপরীতে দেখা গেছে পায়েল সরকারকে। রহস্যে-রোমাঞ্চে পরিপূর্ণ ছবি না দেখেলেই বড় মিস করবেন। 

79

'বিনি সুতোয়' (Bini Sutoy) : পরিচালক অতনু ঘোষের  'বিনি সুতোয়' (Bini Sutoy) ছবিতেওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে জুটি বেঁধেছিলেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। একে অন্যের জীবনে কীভাবে আলগা সুতোর মতো জুড়ে যাবে দুটো মানুষ সেটাই ছবির মূল গল্প।

89

 'প্রেম টেম '(Prem Tame ) : পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়  এবং ভেঙ্কটেশ ফিল্মসের  ছবি  'প্রেম টেম '(Prem Tame ) একটু অন্যধারার। রোম্যান্টিক এই ছবিতে অভিনয় করেছিলেন শ্বেতা মিশ্র, সৌম্য মুখোপাধ্যায়, ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

99

'অল্প হলেও সত্যি' (Olpo Holeo Sotti) : পরিচালক সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি অল্প হলেও সত্যি (olpo Holeo Sotti) সম্পর্কের গল্পকে তুলে ধরেছে। ছবিত, সৌরভ দাস, দর্শনা বণিক, শ্রীজনি মিত্র, রিষভ বসু অভিনয় করেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos