'অভিযাত্রিক' (Abhijatrik) : 'পথের পাঁচালি' বাঙালি সাহিত্যপ্রেমীর কাছে নস্ট্যালজিয়া। বৃষ্টিভেজা মাঠ, রেলগাড়ির সাইরেন, পদ্মপাতায় জমা বৃষ্টির জলের আওয়াজ আজও বাঙালীর মননে গেঁথে রয়েছে। আবার সেই নস্টালজিয়া ফিরছে সিনেমার রূপোলি পর্দায়। ডিজিটাল যুগের চোখধাঁধানো গ্ল্যামার নয়, আলোর ঝলকানি নয়, সম্পূর্ণ সাদা-কালোতেই ফিরছে অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের হাত ধরেই আবারও সেই পুরোনো দিনে ফিরে যাবে বাঙালি দর্শক। সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্প বলা শুরু করবে 'অভিযাত্রিক' (Abhijatrik)। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অর্পণার ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এছাাড়াও অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সহ আরও অনেকেই রয়েছে ছবিতে।