রানি রাসমণির পর্বের ইতি, এবার ধারাবাহিকের নয়া চমকে মা সারদা সন্দীপ্তা

Published : Jul 08, 2021, 04:30 PM IST

সদ্য পরপারে গিয়েছেন রানি মা। সেটে তাই দুঃখের আমেজ। ধারাবাহিক থেকে দিতিপ্রিয়ার পাঠ হয়েছে ইতি। তবে ধারাবাহিক শেষ নয়। রানিমার মৃত্যুর পরই সামনে এসেছে নতুন  প্রোমো। চমকে এবার রামকৃষ্ণ-সারদা মায়ের কাহিনি। 

PREV
15
রানি রাসমণির পর্বের ইতি, এবার ধারাবাহিকের নয়া চমকে মা সারদা সন্দীপ্তা

রানিমা পর্বের এবার ইতি। রইল পড়ে তাঁর সাম্রাজ্য। এবার ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব’ হাজির দর্শক দরবারে। 

25

করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্বে এবার শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের নানা কাহিনি উঠে আসবে টেলিভিশনের পর্দায়। শ্রী রামকৃষ্ণ দীক্ষিত হবেন এবার নানা ধর্মে৷  সেই মোড়কেই সেজে উঠবে এবার গল্প।

35

আসবে অনেক নতুন চরিত্রেরা, ভৈরবী যোগেশ্বরী। যেখানে অভিনয় করতে দেখা যাবে অদিতি চট্টোপাধ্যায়। একইসঙ্গে মা সারদার পরিণত লুকও ধরা পড়বে পর্দায়। সারদামণির ভূমিকায় থাকছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন।

45

রানি মায়ের অন্তীম যাত্রার পর শেষ নয়, ধারাবাহিকের চমক, তাই নতুন করে দর্শকদের ধরে রাখতে ও জনপ্রিয়তার শীর্ষে থাকতে এবার ঢেলে সাজানো হচ্ছে রানি রাসমণি। 

55

দুর্গা’ ধারাবাহিকের ছোটপর্দার সফর শুরু। এরপর ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’, ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে দর্শক পেয়েছে এই টলি অভিনেত্রীকে। এবার নয়া ভূমিকায় সন্দীপ্তা।

click me!

Recommended Stories