বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সায়ন্তনী ঘোষ ও অনুরাগ তিওয়ারি। লাল বেনারসি, কপালে চন্দন, সিঁথি ভর্তি সিঁদুর, খোপায় লাল ফুল, গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা দিয়ে সেজে উঠেছিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। ৫ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক অনুরাগ তিওয়ারির সঙ্গে সাতপাকে বাঁধা পরলেন সায়ন্তনী ঘোষ। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সায়ন্তনী ও অনুরাগ।
বলি থেকে টলি চারিদিকেই বিয়ের সানাই বাজছে। ইতিমধ্যেই ক্যাটরিনা- ভিকির বিয়ে নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসলেন বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)।
210
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সায়ন্তনী (Sayantani Ghosh) ও অনুরাগ তিওয়ারি। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি পেল ৫ ডিসেম্বর। কলকাতায় পরিবার ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বসছিল বিয়ের আসর।
310
লাল বেনারসি, কপালে চন্দন, সিঁথি ভর্তি সিঁদুর, খোপায় লাল ফুল, গা ভর্তি সোনার গয়না, গলায় রজনীগন্ধার মালা দিয়ে সেজে উঠেছিলেন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) । অন্যদিকে অনুরাগ (Anugrah Tiwari)পরেছিলেন ধুতি ও পাঞ্জাবি।
410
বাঙালি কন্যার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হল। লাল বেনারসি, শাখা-পলা, রজনীগন্ধার মালা দিয়ে কনের সাজে নিজেকে সাজানোর শখ ছিল সায়ন্তনীর(Sayantani Ghosh) । অবশেষে সেই সখ পূরণ হল অভিনেত্রীর।'
510
অনুরাগের (Anugrah Tiwari) সঙ্গে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে সায়ন্তনী লেখেন, এভাবেই মিস থেকে মিসেস হলাম আমি। বাঙালি নববধূর বেশে সায়ন্তনীকে (Sayantani Ghosh) দেখে মুগ্ধ অনুরাগীরা। অভিনেত্রীর এই অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
610
কলকাতার মেয়ে হলেও দীর্ঘদিন ধরে মুম্বইয়ের বাসিন্দা সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অনুরাগ তিওয়ারির (Anugrah Tiwari)সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী ঘোষ।
গায়ে হলুদ থেকে মালাবদল, সিঁদুরদান, হিন্দু রীতি মেনেই বিয়ের পিঁড়িতে বসেছেন সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh) ও অনুরাগ তিওয়ারি। রবিবার সকাল থেকেই শুরু হয়েছ বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগে অনুরাগের (Anugrah Tiwari) সঙ্গে এনগেজমেন্টের ছবিও শেয়ার করেছিলেন সায়ন্তনী ঘোষ।
910
বিয়ের পর জয়পুরে আত্মীয় এবং বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছেন (Sayantani Ghosh)সায়ন্তনী ও অনুরাগ (Anugrah Tiwari) । কারণ অনুরাগ হলেন জয়পুরের বাসিন্দা। সেই কারণেই জয়পুরে রিসেপশনের আয়োজন করেছেন এই জুটি।
1010
আপাতত বিয়ের অনুষ্ঠানের জন্য বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছেন (Sayantani Ghosh) সায়ন্তনী ঘোষ ও অনুগ্রহ তিওয়ারি (Anugrah Tiwari) । বিয়ে থেকে রিসেপশন, সমস্ত কাজ সম্পন্ন হলেই তারা ফিরবেন নিজেদের কাজে। সায়ন্তনী ও অনুরাগকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।