কলকাতার মেয়ে হলেও দীর্ঘদিন ধরে মুম্বইয়ের বাসিন্দা সায়ন্তনী ঘোষ (Sayantani Ghosh)। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অনুরাগ তিওয়ারির (Anugrah Tiwari)সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সায়ন্তনী ঘোষ। কে এই অনুরাগ তিওয়ারি, কীভাবে তাদের পরিচয় হল, সব জানতে চাইছেন ভক্তরা।