প্রতিদিন সন্ধ্যে হতে না হতেই শ্যামাকে দেখার জন্য মুখিয়ে থাকত দর্শক। ঢেউখেলানো চুল, লাল লিপস্টিক, আটপৌরে শাড়ি, কীর্তন গান-শোনার জন্য মুখিয়ে থাকত দর্শক। কিন্তু এখন আর শ্যামাকে দেখতে পারে না কৃষ্ণকলির ভক্তরা, কারণ কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলি।