কোয়েল থেকে নুসরত, প্রিয় তারকার এই লুক কি দেখেছেন, রইল টলিউডের হটস্টারের মেকআপ ছাড়া ছবি

সেলেব মানেই সব সময় পরিপাটি। লুক থেকে শুরু করে তাঁদের পোশাক, সব যেন নিখুঁত হওয়া চাই। কিন্তু মেকআপ ছাড়া বাড়িতে তাঁদের কেমন দেখতে লাগবে, কীভাবে থাকেন তাঁরা পর্দার পেছনে, রইল সেলেবদের তেমন কিছু না দেখা ছবি...

Jayita Chandra | Published : Dec 11, 2020 5:30 PM
110
কোয়েল থেকে নুসরত, প্রিয় তারকার এই লুক কি দেখেছেন, রইল টলিউডের হটস্টারের মেকআপ ছাড়া ছবি

কোয়েল মল্লিক- বাংলা চলচ্চিত্রের প্রথম সারির তারকাদের মধ্যে এক কথায় সেরা তিনি। বরাবরই ছিমছাম লুকেই তিনি সুন্দর। 

210

নুসরত জাহান- মেকআপ হোক বা মেকআপ ছাড়া ভোটের ময়দান, তাঁর লুকেই ফিদা বাংলার দর্শক। 

310

মিমি চক্রবর্তী- খুব একটা ভারী মেকআপ কখনই পছন্দ করতেন না মিমি চক্রবর্তী। সিনেমাই হোক বা রিয়েল লাইফ হালকা মেকআপে ধরা দেন তিনি। 

410

পায়েল সরকার- দিন দিন তাঁর রূপ যেন আরও ফেটে পড়ছে। তাই পায়েল সব লুকেই ভাইরাল। 

510

শ্রাবন্তী চট্টোপাধ্যায়- শ্রাবন্তীর লুক সব সময় হিট। বাংলা ছবিতে তাঁর এক ভিন্ন আবেদন আছে। যা তিনি সব লুকেই বজায় রাখেন।

610

কৌশনি মুখোপাধ্যায়- বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়ে বর্তমানে তিনি ভাইরাল টলিদুনিয়ায়। স্মার্ট লুকেই হিট তিনি। 

710

সোহিনী সরকার- টেলিভিষণ থেকে যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি প্রথম শ্রেণীর স্টার। মুহূর্তে ভাইরাল হয় তাঁর সোশ্যাল পোস্ট। 

810

শুভশ্রী গঙ্গোপাধ্যায়- তাঁর প্রথম লুক ও বর্তমান লুক এক কথায় আকাশ পাতাল তফাৎ। দিন দিন রূপ যেন আরও খুলছে। 

910

রূক্মিনী মৈত্র- রূপে গুণে সম্পূর্ণা। সাধারণ লুক হোক বা পর্দার সামনে মিষ্টি লুকেই হিট এই বং ডিভা। 

1010

স্বস্তিকা মুখোপাধ্যায়- পর্দার পেছনে যেমন তেমন লুক হলেও পর্দার সামনে কিন্তু তিনি সব সময় কুইন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos