Published : Feb 02, 2021, 10:10 AM ISTUpdated : Feb 02, 2021, 07:16 PM IST
আর পাঁচজন অভিনেত্রীর থেকে বেশ আলাদা তিনি। ছবিও করেন ভিন্ন ধরণের। যদিও কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল সবেতেই স্বাচ্ছন্দবোধ করেন। বাংলা টেলিজগৎ থেকে এক সময় যে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠবেন তা ভাবেননি সোহিনী সরকার। 'রাজপথ', 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকগুলিতে নিজের অভিনয় দক্ষতা দেখালেও তেমন জনপ্রিয়তা পাননি। তবে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন সোহিনী। পরবর্তীকালসে 'অদ্বিতীয়া' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।