সোফায় শুয়ে আদুরে ভালবাসা, রণজয় নয়, তবে কার সঙ্গে খেলায় মত্ত সোহিনী

Published : Feb 02, 2021, 10:10 AM ISTUpdated : Feb 02, 2021, 07:16 PM IST

আর পাঁচজন অভিনেত্রীর থেকে বেশ আলাদা তিনি। ছবিও করেন ভিন্ন ধরণের। যদিও কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল সবেতেই স্বাচ্ছন্দবোধ করেন। বাংলা টেলিজগৎ থেকে এক সময় যে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠবেন তা ভাবেননি সোহিনী সরকার। 'রাজপথ', 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিকগুলিতে নিজের অভিনয় দক্ষতা দেখালেও তেমন জনপ্রিয়তা পাননি। তবে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন সোহিনী। পরবর্তীকালসে 'অদ্বিতীয়া' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।   

PREV
18
সোফায় শুয়ে আদুরে ভালবাসা, রণজয় নয়, তবে কার সঙ্গে খেলায় মত্ত সোহিনী

আজ সেই জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে টলিউডের সেরার সেরা অভিনেত্রীদের তালিকায়। 

28

তাঁর নিত্যদিনের আপডেট পেতে সর্বদা আগ্রহী ভক্তরা। সোহিনীও সে কথা জানেন বলেই নিজের সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে থাকেন। 

38

এবারেও তার অন্যথা হল না। শ্যুটিং থেকে ফিরে সোজা কাকে নিয়ে সোফার মধ্যে খেলাধুলোয় মত্ত থাকেন সোহিনী। 

48

প্রেমিক রণজয় তো সে একেবারেই নয়। সে হল সোহিনীর মেয়ে। অর্থাৎ তাঁর পোষ্য বিড়ালের সঙ্গে খেলায় মত্ত অভিনেত্রী।

58

সোশ্যাল মিডিয়ায় পোষ্যর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "সারাদিন কাজের পর বাড়ি ফিরে। মা আর মেয়ে"।

68

হ্যাশট্যাগে রয়েছে ক্যাটলাভর। মানে বিড়ালপ্রেমী। মেয়েকে কোলে নিতেই তারও বেজায় আনন্দ। 

78

নো মেকআপ লুকে স্যোয়েটশার্ট এবং জিনস পরে বেতের সোফায় শুয়ে রয়েছেন তিনি। 

88

মা-মেয়ের আদুরে ভালবাসায় মগ্ন হয়েছে সাইবারবাসীও। সোহিনী যে নিজের রিয়েল জীবনকেও সাইবারদুনিয়ায় তুলে ধরেন, সে বিষয়টি তাঁর ভক্তদের ভারি পছন্দ।   

click me!

Recommended Stories