ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রেমিককে আদুরে চুম্বন, ঘনিষ্ঠ শরীরী খেলায় মত্ত রণজয়-সোহিনী

টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় নিঃসন্দেহে রয়েছেন সোহিনী সরকার। বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী। পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন রণজয়-সোহিনী। ছায়া শরীরই যেন মিলিয়ে দিল দুজনকে। হাতে হাত, শরীর এবং ঠোঁটে ঠোঁট  মিলেমিশে একাকার। এইভাবেই কাপল গোলস দিলেন টলি অভিনেত্রী সোহিনী সরকার।
 

Riya Das | Published : Feb 16, 2021 3:10 AM IST
18
ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রেমিককে আদুরে চুম্বন, ঘনিষ্ঠ শরীরী খেলায় মত্ত রণজয়-সোহিনী

সোহিনী সরকার। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে উত্তাল গোটা টলিপাড়া। বরাবরই চেনা ছক থেকে বেরিয়ে নতুনের সন্ধানে রয়েছেন সোহিনী। অভিনয় নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট করেই চলেছেন অভিনেত্রী। 

28

অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে তার প্রেম নিয়ে টলিপাড়া উত্তাল। একের পর এক ছবিতে কাপল গোলস দিয়েই চলেছেন অভিনেত্রী।

38


ভালবাসার দিবসের দিন নিজেদের সম্পর্ক নিয়ে আরও যেন ঘনিষ্ঠ হলেন রণজয়-সোহিনী।

48

পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন রণজয়-সোহিনী। কিছুদূর হাঁটতেই মিলে গেল হাতে হাত এবং শরীর। তারপরই ঠোঁটে ঠোঁট লাগিয়ে প্রেমিককে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন সোহিনী।

58


সম্প্রতি নিজের ইনস্টা-স্টোরিতে প্রেমের এই ঘনিষ্ঠ দৃশ্য শেয়ার করে আগুন জ্বালিয়েছেন সোহিনী। নিঃশব্দেই  যেন ভালবাসার কথা বলে দিলেন অভিনেত্রী।

68

এখন আর কোনও লুকোছাপা নয়, ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন সোহিনী। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে আদরে মত্ত অভিনেত্রীর ইনস্টাগ্রাম এখনও জ্বলজ্বল ট্রাভেল ডায়েরিজ।

78

ঘুরতে যেতে দুজনেই ভালবাসেন। রাজস্থান, তাজপুর,  সিকিম, বারাণসী তালিকা থেকে বাদ নেই।

88

কখনও পাহাড়ে, কখনও আবার সমুদ্র সর্বত্রই নিজেদের মাখোমাখো ভালবাসার উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন এই যুগল।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos