আবারও কি ঘর ভাঙছে শ্রাবন্তীর, রোশনের সঙ্গে ছবি গায়েব, পুজোর ১০ দিন আগে থেকেই আলাদা

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডের পর্দায় অভিনেত্রীর সম্পর্কের সমীকরণ হিট হলেও, কোথাও যেন ব্যক্তিগত সম্পর্ক দানা বাঁধছে না সঠিকভাবে। একের পর এক বিয়ে অভিনেত্রীর অসফল, এবার চতুর্থ বিয়ে ভাঙনের ইঙ্গিত মিলল শ্রাবন্তীর। 

Jayita Chandra | Published : Nov 3, 2020 2:12 AM
18
আবারও কি ঘর ভাঙছে শ্রাবন্তীর, রোশনের সঙ্গে ছবি গায়েব, পুজোর ১০ দিন আগে থেকেই আলাদা

বিয়ের পর কেমন আছেন শ্রাবন্তী, কেটে গিয়েছে প্রায় দেড় বছর। এরই মাঝে একের পর এক রোশান শ্রাবন্তী পোস্ট ভাইরাল।

28

এই বিয়েতে বেশ সুখেই আছেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে মিলতো সেই খবর। তবে বর্তমানে ছবিটা গেল পাল্টে।

38

শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার পাতায় নেই রোশানের সঙ্গে তোলা একটি ছবি ও। যা দেখে হতবাক ভক্তরা।

48

২০১৯ পুজোতে সিঁদুর খেলা থেকে শুরু করে সেলফি পোস্ট, নেট দুনিয়ায় সুখী দাম্পত্য জীবনে ছবি তুলে ধরেছিলেন অভিনেত্রী।

58

চলতি বছরে এলো না তেমন কোনো পোস্ট। উল্টে খবর এলো প্রচুর 10 দিন আগে থেকেই নাকি আলাদা রয়েছেন রোশান শ্রাবন্তী। 

68

এখন পর্যন্ত বিচ্ছেদের খবর সামনে না আনলেও, কোথাও যেন চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। সোশ্যাল মিডিয়া থেকে কেন রোশানের সব ছবি উধাও?

78

তুমি কি শ্রাবন্তী এই বিয়েও ভাঙতে বসেছে? নাকি সাময়িক দাম্পত্য কলহ! তা এখনো স্পষ্ট নয়। দুই পক্ষই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। 

88

তবে ধুমধামে বিয়ের দেড় বছরের মাথায়, শ্রাবন্তী রোশনের বিচ্ছেদের খবরে আবারো বাড়লো উদ্বেগ, তবে কি আবারও বিয়ে সম্পর্কে ইতি টানতে চলেছেন, বাড়ছে জল্পনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos