লাল সিঁদুরে টিপ কপালে, বিয়েবাড়িতে উদ্দাম নৃত্য, শ্রাবন্তীর জীবনে আনন্দের ছোঁয়া

Published : Jan 20, 2021, 09:39 PM IST

রোশন সিং এবং শ্রাবন্তীর সম্পর্কে চিড় ধরার খবরই এখন সংবাদ শিরোনামে। নুসরত জাহান এবং নিখিল জৈনের মত তাঁদের সম্পর্কের তিক্ততা নিয়েও বিনোদন মহল এখন সরগরম। শ্রাবন্তী যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রকমই মন্তব্য করতে স্বাচ্ছন্দবোধ করছেন না। অন্যদিকে রোশনও মুখে কুলূপ এঁটেছেন। তাঁদের নীরবতায় ক্ষোভ, অনুতাপ প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

PREV
19
লাল সিঁদুরে টিপ কপালে, বিয়েবাড়িতে উদ্দাম নৃত্য, শ্রাবন্তীর জীবনে আনন্দের ছোঁয়া

একে অপরকে তোপ দেগেই নিজেদের প্রোফাইলে নানা পোস্ট করে চলেছেন বলেই দাবি নেটিজেনদের। 

29

এসবের মাঝেও নিজের সুখ স্বাচ্ছন্দ নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। ঘনিষ্ঠমহলের একজনের বিয়েতে গিয়েছিলেন তিনি।

39
49

সেখানে তাঁকে একেবারে অন্য রূপে দেখা গেল। লাল বড় সিঁদুরে রঙের টিপ পরে, শাড়িতে সেজে উঠেছেন তিনি। 
 

59

রূপ ঠিকরে পড়ছে শ্রাবন্তীর। হেভি মেকআপে পোজ দিয়েছেন সেলিতে। বয়স বাড়লেও গ্ল্যামারে তার ছাপ মাত্র নেই।

69

লাল রঙের গাঢ় ঠোঁটের ছোঁয়ায় মন্ত্রমুগ্ধ করছেন নেটবাসীদের। কস্টিউম জুয়েলারি বেছে নিয়েছিলেন চান্দেরী শাড়ির সঙ্গে। 

79

লাল রঙের চান্দেরী ব্লাউজ, চান্দেরী শাড়ি, খোলা ঘন চুলে ভক্তদের রাতের ঘুম কাড়তে সক্ষম শ্রাবন্তী।

89

রীতিমত আনন্দে, উৎসবে মজেছেন তিনি। বরযাত্রীর সঙ্গে উদ্দাম নাচে মত্ত শ্রাবন্তী। 

99

গোটা জায়গার ভিডিও করে পোস্ট করেছেন অভিনেত্রী। বিয়ের আসরের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে বধূ ও বর বসে বিয়ের নানা নিয়মকানুন পালন করে চলেছে।

click me!

Recommended Stories