'দজ্জাল নাকি মাই ডিয়ার', শাশুড়ি হিসেব কেমন হবেন শ্রাবন্তী, হবু বউমার ভাগ্যে কী রয়েছে


অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী । তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে ফের আবারও শিরোনামে উঠে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না।  বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তবে এই সব কিছুতে মাথা ঘামাতে নারাজ শ্রাবন্তী। খাতায় কলমে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি।  কিন্তু বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। তৃতীয় বিচ্ছেদের মধ্যেই জীবনে এসেছে নতুন প্রেম। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে। এর মধ্যেই শ্রাবন্তীর  একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শাশুড়ি হিসেবে কেমন হবেন শ্রাবন্তী, তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।  ছেলের অন্তরঙ্গতা নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন মা শ্রাবন্তী চ্যাটার্জি। অভিমন্যুর প্রেমিকা দামিনী তথা শ্রাবন্তীর হবু বউমার ভাগ্যে কী রয়েছে তা এবার ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়।

Riya Das | Published : Apr 4, 2022 7:37 AM IST
110
'দজ্জাল নাকি মাই ডিয়ার', শাশুড়ি হিসেব কেমন হবেন শ্রাবন্তী, হবু বউমার ভাগ্যে কী রয়েছে

টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন জানার জন্য সবসময়েই মুখিয়ে রয়েছে দর্শকরা। তৃতীয় বিয়ে ভাঙার জল্পনার মধ্যে ফের আবারও শিরোনামে উঠে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মা-ছেলেকে নিয়ে সবসময়েই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। 

210


 টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তবে এই সব কিছুতে মাথা ঘামাতে নারাজ শ্রাবন্তী। খাতায় কলমে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি।  কিন্তু বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। তৃতীয় বিচ্ছেদের মধ্যেই জীবনে এসেছে নতুন প্রেম। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন টলিপাড়ার অলিতে গলিতে।

310

মা শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙনের খবরে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া তখনই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিমন্যু। ২০২১ এর শুরুতেই নিজের প্রেমের কথা স্বীকার করেছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। দীর্ঘ ৩ বছর ধরে চুপিসারে প্রেম করছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু।  
 

410


ছোট্ট ঝিনুকের প্রেমিকা দামিনীর সঙ্গে মা শ্রাবন্তীরও যে সম্পর্ক ভাল তা ছবিতে স্পষ্ট। একফ্রেমের ভালবাসা মাখানো ছবিতে দেখা গিয়েছে হবু বউমা ও ছেলের সঙ্গে শ্রাবন্তীকে। লাস্যময়ী শ্রাবন্তীর মতোই সুন্দর তার হবু বউমা। সাইবারবাসী তেমনটাই বলছেন। তবে শরীরী সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দিতে প্রস্তুত অভিমন্যুর প্রেমিকা।

510


শ্রাবন্তীর সঙ্গে দামিনীর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। হবু বউমা ও ছেলের সঙ্গেই প্রায়শই কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় শ্রাবন্তীকে। কিছুদিন আগে মলদ্বীপেও একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। শোনা যায়, সেই ট্রিপে নাকি অভিরূপও ছিলেন শ্রাবন্তীর সঙ্গে।

610


শ্রাবন্তীর সঙ্গে দামিনীর মাখোমাখো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। হবু বউমা ও ছেলের সঙ্গেই প্রায়শই কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় শ্রাবন্তীকে। কিছুদিন আগে মলদ্বীপেও একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। শোনা যায়, সেই ট্রিপে নাকি অভিরূপও ছিলেন শ্রাবন্তীর সঙ্গে।

710

জি বাংলার জনপ্রিয়  গেম শো 'দিদি নম্বর ওয়ান'-এ অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে 'পিয়া রে' ছবির প্রচারে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। সেখানেই ছেলে অভিমন্যুকে নিয়ে প্রশ্ন করেন রচনা বন্দ্যোপাধ্যায়।  উত্তরে শ্রাবন্তী  বলেন, ঝিনুকের আর আমার বয়সের পার্থক্য মাত্র ১৬-১৭ বছর। এখন ও আমার অভিভাবক হয়ে গেছে। 

810

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন,  'এখন তো ছেলের প্রেম করার বয়স '। শ্রাবন্তী বলেন,  'একদম। আমি তো ওর বান্ধবীদের সঙ্গে কথা বলি,সবাই আমার বন্ধুর মতো, সবাইকে নিয়ে খেতেও যাই '। তবে ভবিষ্যতে কেমন শাশুড়ি হবেন টলি সুন্দরী তা-ও জানতে চান রচনা। পাল্টা জবাবে সাফ বলেন,  'একদম মাই ডিয়ার '।

910

নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনী ঘোষ। ছোট্ট ঝিনুক চুটিয়ে প্রেম করছেন এই  মডেলের সঙ্গে। তার শরীরী জাদুতেই কাত নেটিজেনরা। চুম্বন থেকে ঘনিষ্ঠতা নিয়ে বারেবারে শিরোনামে উঠে আসছেন শ্রাবন্তীর ছেলে। ছেলের সম্পর্ক নিয়েও একবারেই রক্ষণশীল নন মা শ্রাবন্তী।  অভিনেত্রী জানিয়েছেন, 'এই বয়সে তো এইরকম হবেই। প্রেমের বয়স প্রেম করছে তাতে আপত্তি করার কি রয়েছে'।

1010

ছেলে অভিমন্যু ও হবু বউমার দামিনী অন্তরঙ্গ ছবি পেজ থ্রি-র পাতা সরগরম করছে প্রেমিকার সঙ্গে চুটিয়ে প্রেম থেকে ঘনিষ্ঠ চুম্বনে নেটিজেনদের নজরে সর্বদাই রয়েছেন  অভিমন্যু-দামিনী। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন অভিমন্যু দামিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos