টলিপাড়া সরগরম ত্রিকোণ প্রেমে। একদিকে সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান- নিখিল-যশ অন্যদিকে শ্রাবন্তী-রোশন তর্জা। একজন ফিরতে চাইছেন পুরোনো সম্পর্কে আর অন্যজন ফের সংসার পাততে চাইছেন নয়া সম্পর্কে। খাতায়-কলমে বিবাহবিচ্ছেদ না হলেও তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আর একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছে তাদের আক্রমণ। এবার বিস্ফোরক পোস্ট করে স্ত্রী শ্রাবন্তীকে কী বলতে চাইছেন রোশন, ছবি পোস্ট করা মাত্রই তুমুল ভাইরাল।