কার জন্য নিজেকে বদলে ফেললেন শ্রাবন্তী, Transformation-এ চমক দিলেন নায়িকা

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং স্বামী রোশন সিংয়ের সম্পর্কের তিক্ততার খবর এখন অতীত। সেই অতীতকে ভুলেই এখন সেল্ফ লাভে মত্ত শ্রাবন্তী। নিজেকে নিয়ে রীতিমত ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। জীবনের পথচলায় তিক্ততা তো থাকবেই তবে তার মানেই এই নয় যে নিজেকে ভালবাসা ছেড়ে দেবেন। নতুন প্রজন্মকেও তিনি অনুপ্রেরণা জোগাচ্ছেন জীবনে পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে। 

Adrika Das | Published : Feb 20, 2021 2:45 PM
18
কার জন্য নিজেকে বদলে ফেললেন শ্রাবন্তী, Transformation-এ চমক দিলেন নায়িকা

তাঁর এই অনুপ্রেরণা কোথা থেকে পেলেন তিনি। প্রশ্ন তাঁর সকল ভক্তদেরই। শ্রাবন্তীর অনুপ্রেরণার জেরেই প্রকাশ্যে এল অভিনেত্রীর নয়া লুক। 

28

যেখানে শ্রাবন্তীকে চেনা দায় হয়ে উঠেছে। লেয়ার করা হেয়ারকাট। সাজিয়ে তুলেছেন নয়া হেয়ার কালারেও। 

38

হাইলাইটেড চুলে ধরা পড়েছে কার্লসও। বয়স যেন নিমেষে কমে গিয়েছে অনেকখানি। এই ট্রান্সফরমেশনের কারণ কী। 

48

কোনও বিশেষ কারণ কি এর পিছনে রয়েছে। শ্রাবন্তীকে নিয়ে এই কৌতূহল জাগছে অনুরাগীদের মনে। 

58

শ্রাবন্তী নিজের নয়া লুকে নিজেই প্রেমে পড়লেন। একের পর এক ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে চলেছেন শ্রাবন্তী। 

68


কখনও গোলাপি শাড়িতে ধরা পড়ছে তাঁর নয়া লুক। আবার কখনও নিজের স্মোকি লুকে নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রাবন্তী। 

78

গান চালিয়ে মত্ত হয়েছেন তিনি। ঘরের মধ্যেই ডিমলাইট জ্বালিয়ে পার্টি মেজাজে দেখা গিয়েছে তাঁকে। 

88

শ্রাবন্তীর এই রূপে মুগ্ধ হয়েছে আট থেকে আশি। বৈবাহিক সম্পর্কে চিড় ধরার জেরে তিনি যে একেবারেই চিন্তিত নন তা স্পষ্ট। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos