চুম্বনের পর্ব শেষ, এবার অভিমণ্যু-দামিনীর আধ্যাত্মিক রূপ এল প্রকাশ্যে

টলিউডের হটেস্ট কাপলের চর্চা এখন অতীত। চারিদিকে কেবল একটি কাপলের নাম, 'অভিমিনী', অর্থাৎ দামিনী ঘোষ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে অভিমণ্যু চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় দামিনীর সঙ্গে সম্পর্কের বিষয় খোলসা করে। দামিনী এবং অভিমণ্যুর প্রোফাইলে একই সঙ্গে ছবি পোস্ট হয়েছে নতুন বছরের সুবাদে। নতুন বছরে পা রাখতেই নেটবাসীরা চমকে গেল দামিনী এবং অভিমণ্যুর ছবিতে। 

Adrika Das | Published : Jan 8, 2021 8:47 AM IST
18
চুম্বনের পর্ব শেষ, এবার অভিমণ্যু-দামিনীর আধ্যাত্মিক রূপ এল প্রকাশ্যে

তাদের নিয়ে সম্পর্কের বিষয় খবর প্রকাশ্যে আসতেই নানা মুণির নানা মত। দামিনী এবং অভিমণ্যুর বিভিন্ন আপডেট পেতে আগ্রহী হয়ে উঠেছে। 

28

দু'জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিড় জামাচ্ছে নেটিজেনরা। নিত্যদিন কোনও নতুন পোস্টের আশায় বসে সকলে। 

38

দিন কতক আগেই দামিনী-অভিমণ্যুর একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে তাদের ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠতায় মজতে দেখা গিয়েছে। 

48

এবার অবশ্য ভাইরাল হল তাদের রাজস্থান ঘোরার ছবি। নিজের একটি ছবি পোস্ট করেছে দামিনী। 

58

এই ছবিতে কালো লং কুর্তি পরে দাঁড়িয়ে তিনি। মডার্ন কাপল থেকে  এবার সোজা স্পিরিচ্যুয়াল কাপল হয়ে গিয়েছে তারা। 

68

আজমের শরিফ দরগাহ-তে গিয়েছিল তারা। সেই ছবিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন। 

78

মাথায় টিকা, মুখে মাস্ক, অভিমণ্যুর মাথায় টুপি ও দামিনীর মাথায় ওরনা। স্পিরিচ্যুয়াল হয়ে উঠেছে সেলেব জুটি। 

88

দামিনী ও অভিমণ্যুকে নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। কোনও স্টারকিডকে নিয়ে এমন উন্মাদনা আগে দেখা যায়নি। যার জেরে সংবাদ শিরোনামে বার বার উঠে আশছে তাদের নাম। 

Share this Photo Gallery
click me!

Latest Videos