শ্রাবন্তীর Darling বউমা হতে প্রস্তুত দামিনী, যে রাধে সে চুলও বাঁধে, প্রমাণ করল অভিমণ্যুর প্রেমিকা

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে চলছে টানাপোড়েন। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কে তিক্ততা আসতেই আলাদা থাকা শুরু করে দিয়েছেন তাঁরা। একে ইপরকে তোপ দেগে পরোক্ষভাবে নানা বার্তাও দিয়েছেন স্বামী স্ত্রী। তবে সংবাদমাধ্যমে কিছুই খোলসা করেননি সেলেব দম্পতি। এখন যে যাঁর জীবনে ব্যস্ত রয়েছেন। শ্রাবন্তীর সম্পর্কগুলি না টিকলেও ছেলে অভিমণ্যুর ব্যক্তিগত জীবন এখন প্রেমের মেঘে আচ্ছন্ন। মডেল দামিনী ঘোষের সঙ্গে প্রেম করছে অভিমণ্যু। 

Adrika Das | Published : Feb 1, 2021 4:38 AM IST / Updated: Feb 01 2021, 10:43 AM IST
19
শ্রাবন্তীর Darling বউমা হতে প্রস্তুত দামিনী, যে রাধে সে চুলও বাঁধে, প্রমাণ করল অভিমণ্যুর প্রেমিকা

দামিনীকে দেখা মাত্রই মাথায় হাত পড়েছিল নেটিজেনদের। টলিউড থেকে বলিউড, সকলের গ্ল্যামারকে ছাপিয়ে যাওয়ার মত সুন্দর দামিনী। 

29

স্লিম চেহারা, টানা টানা চোখ, লাশিয়াস লিপস। তার চাবুক ফিগারের জেরে তৈরি হয়েছে এক আলাদা ফ্যান বেস। 

39

অভিমণ্যুর সঙ্গে দামিনীর প্রেম বেশ কয়েক দিনের। তবে সম্প্রতি নিজেদের সম্পর্কের বিষেয় খোলসা করেছে অভিমণ্যু। 

49

দামিনীকে নিয়ে বেশ সিরিয়াস অভিমণ্যু। এমনকি শ্রাবন্তীও ছেলের এই সম্পর্ক নিয়ে বেশ আনন্দিত। 

59

ছেলে ও তার প্রেমিকার সঙ্গে রীতিমত সময় কাটান তিনি। অন্যদিকে দামিনীও ক্রমশও ডার্লিং বউমা হয়ে উঠেছে। 

69

এই বয়সেই পারফেক্ট স্ত্রী মেটিরিয়ালও হয়ে উঠেছে সে। বাড়িতে অথেন্টিক স্যুপের মত একটি বিশেষ পদ রান্না করছে দামিনী।

79

চাইনিজ বানানো অনেকের কাছে সহজ। তবে এই ধরণের অথেন্টিক স্যুপ বানানো চারটি খানি কথা নয়। 

89

স্যুপের মধ্যে ভাসছে সরু সরু রাইস নুডলস, চিংড়ি, চাইনিজ স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, বাধাকপি পাতা, মাংসের টুকরো। অভিমণ্যুর জন্যই কি এই বিশেষ পদ রাঁধল দামিনী। 

99

নাকি রান্নাবান্নার শখ রয়েছে তার। তবে পাক্কা গিন্নির মতই কাঠের হাতা দিয়ে স্যুপ নাড়িয়ে চলেছে সে। শ্রাবন্তীর বউমা হওয়ার জন্য প্রস্তুত দামিনী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos