শ্রীময়ীর মেয়ে দিথি আর সেই ছোট্ট দিথি নেই। ক্রমশ ডিভা হয়ে উঠছে সে। তবে দিথি নাকি ঐশী ভট্টাচার্য। কার ডিভা রূপ প্রকাশ পাচ্ছে ক্রমাগত। শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে দিথির ভূমিকায় অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বললে খুব একটা ভুল হবে না। ঐশীর একের পর এক ছবিতে নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল। দিন কতক আগে বিয়ের পিঁড়িতে শ্রীময়ীর মেয়ে দিথি। ছবি প্রকাশ্যে আসতেই অবাক সোশ্যাল মিডিয়া ইউজাররা। ভক্ত ও দর্শকমহলে ছড়িয়ে পড়েছিল নানা প্রশ্ন। বিয়ের সাজে দেখা গিয়েছিল দিথি ওরফে অভিনেত্রী ঐশীকে।