বোল্ড অবতারে 'শ্রীময়ী'র মেয়ে দিথির বোল্ড অবতার, এবার কি সিনে 'মা' কেও টেক্কা দেবে ঐশী

শ্রীময়ীর মেয়ে দিথি আর সেই ছোট্ট দিথি নেই। ক্রমশ ডিভা হয়ে উঠছে সে। তবে দিথি নাকি ঐশী ভট্টাচার্য। কার ডিভা রূপ প্রকাশ পাচ্ছে ক্রমাগত। শ্রীময়ী ধারাবাহিকে শ্রীময়ীয়ের মেয়ে দিথির ভূমিকায় অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য। তাঁকে সোশ্যাল মিডিয়া সেনসেশন বললে খুব একটা ভুল হবে না। ঐশীর একের পর এক ছবিতে নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল। দিন কতক আগে বিয়ের পিঁড়িতে শ্রীময়ীর মেয়ে দিথি। ছবি প্রকাশ্যে আসতেই অবাক সোশ্যাল মিডিয়া ইউজাররা। ভক্ত ও দর্শকমহলে ছড়িয়ে পড়েছিল নানা প্রশ্ন। বিয়ের সাজে দেখা গিয়েছিল দিথি ওরফে অভিনেত্রী ঐশীকে। 

Adrika Das | undefined | Published : Sep 27, 2020 11:25 PM
18
বোল্ড অবতারে 'শ্রীময়ী'র মেয়ে দিথির বোল্ড অবতার, এবার কি সিনে 'মা' কেও টেক্কা দেবে ঐশী

তাঁকে দেখে অবাক হয়েছিল নেটিজেনরা। লাল রঙের বেনারসী, সোনার গয়না, সবুজ রঙের ব্লাউজ, শাঁখা পলায় দেখা যাচ্ছে ঐশীকে। 

28

সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন ঐশী। যা নিমেষে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। 

38

ভাইরাল হওয়ার কারণ একটাই বিয়ের সাজে কেন ইন্দ্রাণী হালদারের অনস্ক্রিন মেয়ে। ছবিটি ফোটোশ্যুট নাকি শ্রীময়ী ধারাবাহিকে আসা কোনও ট্যুইস্টের ফলাফল এই ছবি। 

48

সেই নিয়ে প্রশ্ন করে চলেছিল ভক্তরা এবং শ্রীময়ীয়ের দর্শকরা। কোনও প্রশ্ন উত্তর আপাতত দিচ্ছেন না ঐশী। 

58

তাদের উত্তেজনা বিল্ড আপ করাও একটি বিষয় বটে। সম্প্রতি তাঁর আরও এক ছবি নিয়ে শুরু হয়েছে নানা কথাবর্তা। 

68

সাদা-কালো শাড়িতে ঐশী একেবারে 'গ্রোন আপ'। পোজও দিয়েছেন সেইভাবে। তিনি যে শ্রীময়ীর অনস্ক্রিন কন্যা তা বোঝা মুশকিল।

78

ঐশী বিনোদন জগতে পদার্পণ করেন বেশ ছোট বয়স থেকেই। খনা ধারাবাহিকে খনার মেয়েবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। 

88

সেখান থেকেই এক নাগারেই টেলি এবং টলি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। এবং নিজের অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হন তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায়সই শ্রীময়ী ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিনসের ছবি ভিডিও পোস্ট করে থাকেন ঐশী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos