'বলো না শ্যালিকা তারে', ঢাকায় গিয়ে আড্ডা-গল্পে মাতলেন সৃজিত

একের পর এক ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত সৃজিত মুখোপাধ্যায়। তারই মাঝে ঢাকায় পাড়ি দিলেন পরিচালক। শ্বশুরবাড়ি গিয়ে শালিকাদের সঙ্গে মাতলেন আলাপ চারিতায়। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সৃজিতের শেয়ার করা ছবিতে কমেন্ট করলেন মিথিলাও। 

Jayita Chandra | Published : Feb 24, 2020 1:04 PM IST
110
'বলো না শ্যালিকা তারে', ঢাকায় গিয়ে আড্ডা-গল্পে মাতলেন সৃজিত
সম্প্রতি ছবির কাজ শেষ করে ঢাকায় পাড়ি দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেখানেই আড্ডা-গল্পে মাতলেন পরিচালক।
210
মিথিলার সঙ্গে বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ গেলেন সৃজিত। এর আগে মিথিলার বাড়ি থেকে পাত পেরে ভোজের ছবি শেয়ার করেছিলেন সৃজিত।
310
তবে এবারের ছবিটা বেশ মজার। শ্বশুরবাড়িতে ছয় শালিকার মাঝে বসে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
410
শোশ্যাল মিড়িয়ায় সেই খবর ছবি সহ নিজেই দিলেন সৃজিত মুখোপাধ্যায়। ক্যাপশনে লিখলেন ‘বলো না শ্যালিকা তারে, যেও না যেও না প্রিয় !’
510
এই পোস্টে কমেন্ট করেন মিথিলাও। তিনি এই মজার ছবিতে লেখেন ‘নতুন দুলাভাই ও তাঁর শ্যালিকারা !’
610
বর্তমানে ঢাকাতেই রয়েছেন সৃজিত। ডিসেম্বরেই মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
710
তবে এখনও পর্যন্ত রিসেপশন হয়নি এই দম্পতির। কথা ছিল ফেব্রুয়ারির শেষেই হবে এই বিশেষ পার্টি।
810
সম্প্রতি এই জুটি শর্বরী দত্তের কালেকশন থেকে বেশকিছু শপিং-ও করেছেন।
910
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ২৯ ফেব্রুয়ারি রিসেপশনের খবর। যদিও এই বিষয় মুখ খোলেননি সৃজিত।
1010
বিয়ের পর হানিমুন সফর সেরে আবারও ছবির কাজে হাত দিয়েছিলেন পরিচালক। সেই কাজ খানিকটা শেষ হতেই ছুটির মেজাজে গা ভাসালেন সৃজিত-মিথিলা।
Share this Photo Gallery
click me!

Latest Videos