মিথিলা নয় এবার সৃজিতের কোলে আয়রার আদর, চোখ এড়াল না Daddy রাজের

সৃজিত মুখোপাধ্যায় পরিচালক হিসেবে কতখানি প্রতিভা রাখেন তা সকল বিনোদনপ্রেমীরাই জানে। তাঁর ছবির প্রতি একাধিক দর্শকের এক অদ্ভুত টান রয়েছে। খুব কম সময়ই নিজেকে কমার্শিয়াল ছবির মধ্যে নিজের ভিন্ন ধারার ছবি এনে রেখেছিলেন সৃজিত। খানিক রিস্কের সহিতই নামতে হয়েছিল তাঁকে ময়দানে। বেঙ্গালুরুর কর্পোরেট চাকরি ছেড়ে কলকাতায় এসে ফিল্ম মেকিং একেবারেই খারাপ সিদ্ধান্ত যে ছিল না, তা এখন স্পষ্ট। 

Adrika Das | Published : Dec 5, 2020 6:45 PM
18
মিথিলা নয় এবার সৃজিতের কোলে আয়রার আদর, চোখ এড়াল না Daddy রাজের

পরিচালকের ভূমিকায় তিনি যে দক্ষ তা তো সকলের কাছে পরিষ্কার। এবার তাঁর বাবার ভূমিকাও নতুন করে পেল প্রকাশ।

28

আয়রার সঙ্গে নিভৃতীতে সুন্দরবনে গিয়ে ঘুরছেন সৃজিত। লঞ্চের কোণায় মেয়ের সঙ্গে শুয়ে আছেন সৃজিত। 

38

মনোরম পরিবেশে আয়রার চোখে ঘুম চলে এলেও সৃজিত কিন্তু একেবারে ডটিং ড্যাডের মত জেগে শুয়ে রয়েছেন। 

48

বুকের মধ্যে আলতো করে রাখা আয়রার মাথা আঁকরে শুয়ে আছেন সৃজিত। ছবিটি সম্ভবত মিথিলাই তুলেছেন। 

58

কারণ মিথিলা প্রায়সই বাবা ও মেয়ের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেন নানা প্রকারে। 

68

সেই সুবাদেই সৃজিতের পরিচালকের সত্ত্বার বাইরেও এই নতুন সত্ত্বাটিও প্রকাশ্যে আসে। 

78

ছবিটি ভাইরাল হতেই রাজ চক্রবর্তী একেবারে শেয়ারই করে ফেললেন। এখন তিনি সদ্য বাবা হয়েছে। 

88

ইউভানের সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গে আয়রা এবং সৃজিতের সম্পর্কের এক টান খুঁজে পেয়েছেন। সেই ছবি শেয়ার করে দু'টি হার্ট রিয়্যাক্ট করেছেন তিনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos