নাইটক্লাবে তুমুল নাচ রাজ-শুভশ্রীর, টলিউপাড়ার Party Animal-দের সেরা মুহূর্ত ভাইরাল

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী এখন ডটিং পেরেন্টসদের মত অনুপ্রেরণা জোগাচ্ছে ভক্তদের। পেশা, কাজ সব সামলে ছেলে ইউভানকে বড় করে তুলছেন তাঁরা। ডটিং ড্যাড রাজ থেকে শুভশ্রী মমতা তাঁদের প্রত্যেক অনুভূতি, মুহূর্ত ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ছোট্ট ইউভানের তিন মাস বয়স পেরিয়ে গিয়েছে। তাকে নিয়ে এখন বেজায় ব্যস্ত শুভশ্রী। রাজ কাজে ফিরলেও শুভশ্রী আরও কয়েকদিন পরই ফিল্ডে নামবেন। 

Adrika Das | Published : Dec 29, 2020 12:46 PM IST
112
নাইটক্লাবে তুমুল নাচ রাজ-শুভশ্রীর, টলিউপাড়ার Party Animal-দের সেরা মুহূর্ত ভাইরাল

তার জন্য অবশ্য ব্যক্তিগত জীবনের মজা, আনন্দ আটকে নেই। রীতিমত পার্টি মোডে দেখা গেল সেলেব দম্পতিকে। 

212

শহরের নাইটক্লাবে পার্টি অ্যানিমালের রূপ ধারণ করেছেন ইউভানের মা ও বাবা। যার ঝলক নিজেরাই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।  

312

লেট নাইট পার্টি এবং গ্ল্যামার ওয়ার্ল্ড ওতোপ্রতভাবে জড়িত। কমবেশি সকল তারকাই নাইটক্লাবে পার্টি করতে পছন্দ করেন। 

412

করোনা আবহের জন্যই তাঁরা এতদিন বাড়িবন্দি ছিল। অন্যদিকে শুভশ্রী ইউভানের সুরক্ষার জন্যই বাড়ির বাইরে পা রাখেননি।

512

এবার সমস্ত নিয়ম কানুন মেনেই নিজের পুরনো পার্টি মোড অন করলেন। রাজের সঙ্গে হাজির হয়েছে নাইটক্লাবে। 

612

আভিজাত এই নাইটক্লাবে মন খুলে নাচছেন সকলে। ঘনিষ্ঠমহলে একজনের জন্মদিনেই সেখানে গিয়েছিলেন তাঁরা। 

712

দশ-বারো জন মিলেই পাবে পার্টি করছিলেন শুভশ্রী ও রাজ। সঙ্গে ছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 

812

কালো ড্রেসে দেখা গিয়েছে শুভশ্রী এবং পার্নোকে। অন্যদিকে ধূসর রঙের ব্লেজারে ধার দিয়েছেন রাজ। 

912

বলিউড থেকে হলিউড পপ সবই চলছে সেই পাবে। যেই বিটে কোমর দুলতে বাধ্য। নিজেকেও আটকাতে পারেননি তাঁরা। 

1012

পার্নো নিজের হাই হিল খুলে সোফার উপরেই নাচতে শুরু করেছেন। শুভশ্রীর নিজেও নাচতে ব্যস্ত ছিলেন। 

1112

তবে নাচের চেয়েও বেশি ব্যস্ত ছিলেন সকলের ভিডিও ক্যাপচার করতে। অভিনেত্রী নিজের পার্টির অন্দরমহল নিয়ে এখন প্রকাশ্যে এসেছেন। 

1212

শুভশ্রী রাজের পার্টি মোড দেখে নেটিজেনদের মনেও বর্ষশেষের আনন্দ জেগেছে। তবে করোনা আবহকে তোয়াক্কা না করে কোনওভাবেই পার্টি করা সম্ভব নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos