Like vs Dislike- খোস মেজাজে ইউভানে মাতল নেটদুনিয়া, ব্রালেটে ট্রোলের শিকার শুভশ্রী

ব্রালেটে আগুন ঝড়ানো পোস্ট, তবে ছবি আপলোড হতেই ট্রোলের শিকার শুভশ্রী, অন্যদিকে কিউট ইউভানে মাতল নেট দুনিয়া। রাজ শুভশ্রীর মলদ্বীপ ডাইরি, একের পর এক ছবি পোস্ট ভ্যাকেশন ট্রিপ থেকে। ছোট্ট ইউভানের কেমন কাজছে হলিডে, ছবিতে ছবিতে ভরল নেটপাড়া। 

Jayita Chandra | Published : Oct 5, 2021 4:21 AM IST / Updated: Oct 05 2021, 09:56 AM IST
19
Like vs Dislike- খোস মেজাজে ইউভানে মাতল নেটদুনিয়া, ব্রালেটে ট্রোলের শিকার শুভশ্রী

ইউভানের (Yuvaan) জন্মের পর থেকেই শুভশ্রীর (Subhashree Ganguly) ফিগার নিয়ে বেজায় চিন্তিত নেট দুনিয়া। একের পর এক ছবি ঘিরে উঠেছিল ঝড়, কখনও মোটা (Fat), কখনও আবার বাড়তি মেদ নিয়ে কটাক্ষ। 

29

ট্রোলের  (Troll) জবাবে শুভশ্রী জানিয়েছিলেন, মা হওয়ার থেকে বেশি আনন্দের আর কিছুই নয়। এই সময় ফিগারটা গুরুত্বপূর্ণ নয়। তারপর থেকেই শুরু অদল বদল। 

39

কঠিন হার্ডওয়ার্কেWorkout) কীভাবে নিজেকে দিনে দিনে আবার আগের লুকে ফেরাচ্ছেন শুভশ্রী তা তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায়।

49

মলদ্বীপ ভ্যাকশনে যাওয়ার আগে বেশ খানিকটা নিজেকে ফিট টু ফাইন করে নেওয়ার পালা। আর তারই প্রস্তুতি ছিল তুঙ্গে। 

59

এরপরই ঠিক পুজোর আগের সপ্তাহে শহর ছাড়লেন রাজ-শুভশ্রী, সঙ্গে ইউভান। গন্তব্য মলদ্বীপ। সদ্য গিয়েছে ইউভানের এক বছরের জন্মদিন। 

69

এবার নেট দুনিয়ায় সেই খুদে স্টার কিডের রমরমা, ইউভান ছোচ থেকেই নেট মহলের খুব পছন্দের পাত্র। তাই মলদ্বীপ থেকে ছবি শেয়ার হতেই তা ভাইরাল। 

79

রাজ চক্রবর্তী একের পর এক ছবি দিয়েছেন এই ট্রিপ থেকে। ছোট ইউভান একা একা ঘুরে বেড়াচ্ছে বিচ, যে ছবিতে লাইকের ঝড় ওঠে। 

89

ঠিক তেমনই আবার কটাক্ষের শিকার শুভশ্রী। ব্রালেটে ছবি দিতেই ওঠে নেট পাড়ায় ঝড়। ছোট বা স্বল্প পোশাক আপনাকে মানায় না, সাফ জানিয়ে দিল নেট দুনিয়া। 

99

যদিও এই সকল ট্রোলিং নিয়ে কোনও রকমের মাথাব্যথা নেই এই সেলেব জুটির। বরং প্রিপুজা ভ্যাকেশনে গা ভাসিয়ে বেজায় খুশ তাঁরা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos