'আরেকটা বাচ্চা জন্ম দিলে কেমন হয়', তবে কি দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী? মন্তব্য ঘিরে শোরগোল


টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই নেটিজেনদের শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী। ফ্যাশন স্টেটমেন্টে রীতিমতো নজির গড়েছেন শুভশ্রী। তবে এবার স্টাইল স্টেটমেন্টকেও ছাঁপিয়ে গেছে শুভশ্রীর মা হওয়ার জল্পনা। বিয়ের দু-বছরের মধ্যেই শুভশ্রীর কোল আলো করে এসেছে ইউভান।  এর মধ্যেই শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি সত্যিই দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী, জানুন আসল সত্য।
 

Web Desk - ANB | Published : Oct 25, 2022 9:42 AM
110
'আরেকটা বাচ্চা জন্ম দিলে কেমন হয়', তবে কি দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী? মন্তব্য ঘিরে শোরগোল

বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই হট মুভসে পাগল করে দেন ভক্তদের। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। টলিপাড়ার সেক্সিয়েস্ট শুভশ্রী যেন সর্বদাই  যেন ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। 

210

টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই নেটিজেনদের শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন শুভশ্রী। ফ্যাশন স্টেটমেন্টে রীতিমতো নজির গড়েছেন শুভশ্রী।

310

তবে এবার স্টাইল স্টেটমেন্টকেও ছাঁপিয়ে গেছে শুভশ্রীর মা হওয়ার জল্পনা। বিয়ের দু-বছরের মধ্যেই শুভশ্রীর কোল আলো করে এসেছে ইউভান।  এর মধ্যেই শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কি সত্যিই দ্বিতীয়বার মা হচ্ছেন শুভশ্রী, জোর চর্চা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে।

410

 শুভশ্রীর একরত্তি ইউভান সকলের নয়নের মণি। ইতিমধ্যেই একরত্তির ফ্যান ফলোয়ার আকাশছোঁয়া। কিছুদিন আগেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের পুরোদমে কাজ শুরু করেছেন  শুভশ্রী।  আর এর মধ্যেই প্রেগন্যান্সির জল্পনা শুরু হয়েছে।

510

সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুভশ্রীর মন্তব্য নায়িাকার দ্বিতীয় প্রেগন্যান্সির জল্পনা উস্কে দিয়েছে। অভিনেত্রী জানিয়েছিলেন, সিনেমা মেরিং এমন একটা কাজ যেটা থেমে থাকে না। এটা ঠিক একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো, আর মনে হয় আরেকটা বাচ্চা জন্ম দিলে কেমন হয়? এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি।
 

610

শুভশ্রীর এই মন্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন,শুভশ্রী মনে হয় খুব শীঘ্রই মা হতে চলেছেন।  খুব শীঘ্রই মনে হয় সুখবর দেবেন শুভশ্রী। তবে মা হওয়ার জল্পনায়  এবার মুখ খুললেন শুভশ্রীর দিদি দেবশ্রী।

710

সম্প্রতি এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে দেবশ্রীর কাছে প্রশ্ন রাখা হলে তিনি সটান বলেন, শুভশ্রী একবার মা হয়েছে, আবারও হবে। এরপর তিনি বলেন, আমরা সকলেই চাই শুভশ্রী আবার মা হোক। সেইরকমই একটা প্ল্যান রয়েছে।

810


দেবশ্রী আরও জানান, এই মুহূর্তে প্রেগন্যান্ট নন শুভশ্রী। তবে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা রয়েছে তার। ইউভানের একটা বোন হোক, এটাই সকলে চায়। কিন্ত ইউভান এখন অনেকটাই ছোট, পাশাপাশি ওর কাজের চাপ, ছেলেকে সামলে ফের সন্তানের পরিকল্পনা করাটা খুব চাপের। 

910


দেবশ্রী আরও বলেন, আর দুবছর হোক, তারপরই শুভশ্রী বেবি নেবে। শুভশ্রী ও আমার দুজনেরই এক ছেলে। তার আমার একান্ত ইচ্ছা আমাদের পরিবারে একটা মেয়ে আসুক। কারণ এবার বাড়িতে মেয়ে এলে সকলেরই মনের আশা পূর্ণ হবে।
দ্বিতীয় সন্তানের কথা শুনলেই নাকি রাগি রাগি মুখ করে বড় শ্যালিকার দিকে তাকান রাজ। তবে শুভশ্রীর শাশুড়ি মা বলেন, মেয়ের শখের জন্য সন্তান না এনে শুভকেই আদর কর। ও তো এখনও ছোট্ট মেয়ে। তবে আপাতত বাচ্চার যে কোনও প্ল্যানিং নেই শুভশ্রীর তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী।

1010


দ্বিতীয় সন্তানের কথা শুনলেই নাকি রাগি রাগি মুখ করে বড় শ্যালিকার দিকে তাকান রাজ। তবে শুভশ্রীর শাশুড়ি মা বলেন, মেয়ের শখের জন্য সন্তান না এনে শুভকেই আদর কর। ও তো এখনও ছোট্ট মেয়ে। তবে আপাতত বাচ্চার যে কোনও প্ল্যানিং নেই শুভশ্রীর তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অভিনেত্রীর দিদি দেবশ্রী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos