শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিউডের হট কুইনের সম্প্রতি লুকে বেজায় অবাক নেট দুনিয়া। গত এক বছরে সেই সমীকরণ গিয়েছিল পাল্টে। টলিউডে পা রাখার পর থেকে নিজেকে আমুল বদলে ফেলেছেন শুভশ্রী। তাঁর অভিনয় থেকে রূপ, সবই এক কথায় দিন দিন সুন্দর হয়ে উঠছে, আর ততটাই তিনি শক্ত করছেন নিজের পায়ের তলার মাটি। এখন ট্রোলারদের মুখ বন্ধের উপক্রোম।
শুভশ্রী এক কথায় বলতে গেলে এই সেলিব্রিটি বরাবরই কমার্শিয়াল ছবি বক্স অফিসে ঝড় তুলে সকলের নজরে এসেছেন। একের পর এক দেবের সঙ্গে সিনেমা হিট।
212
সেই হিট লিস্টে থাকা ছেলে মিম পরবর্তীতে বদলাতে থাকলো তার ঘরানা। সেখানে উঠলো প্রশ্ন এই ধরনের চরিত্রে শুভশ্রীর কিভাবে সম্ভব।
312
অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন পরিণীতা করার জন্য তাকে দরজায় দরজায় ঘুরতে হয়েছে। প্রথমে কেউ বিশ্বাসই করেনি তিনি চরিত্রটা করতে পারেন।
412
পরবর্তীতে ভেঙেছি ভুল এবং বর্তমানে তার হাতে যেসব সিনেমা রয়েছে তার প্রত্যেকটা বাণিজ্যিক ছবির ঘরানা থেকে অনেকটা আলাদা।
512
পরিণীতা চরিত্রে রয়েছে নিজেকে ভেঙ্গে গড়ার সুযোগ, এ তো গেল রিল লাইফ, এবার আসা যাক রিয়েল লাইফের কথায়।
612
নিজের পুরনো লোক ছেড়ে ফেলে দিন দিন যখন সুন্দর হয়ে উঠছিলেন শুভশ্রী তখন ছিল নেট দুনিয়ায় কমেন্টের ঝড়। বিয়ের পিঁড়িতে বসা রাজের সঙ্গে সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
712
মা হতে চলেছেন শুভশ্রী তড়িঘড়ি বন্ধ সব ছবির শুটিং। তবে সেখানে মিললোনা রেহাই, কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে এলো শুভশ্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ছবি।