নীল Bikinin-তে ঠিকরে পড়ছে হটনেস, ৪০ এও টলিপাড়া কাঁপাচ্ছেন স্বস্তিকা

Published : Jan 31, 2021, 08:57 AM ISTUpdated : Jan 31, 2021, 09:20 AM IST

বয়স ৪০। মেয়ের বয়স ২১। তবে তাঁকে দেখলে তাঁর মেয়ের চেয়ে তেমন বড় মনেই হয় না। দিন দিন যেন হটনেস ঝড়ে পড়ছে স্বস্তিকার। কীভাবে এমন শরীরী উষ্ণতা বজায় রেখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। জিমে গিয়ে হার্ডকোর ওয়ার্ক আউট নয়, সারাক্ষণ কোনও স্ট্রিক্ট ডায়েটও নয়। তবে তাঁর এই হটনেসের রহস্য কী। এ কথা অবশ্য আগেও বলেছিলেন স্বস্তিকা। মন থেকে আনন্দে, শান্তিতে থাকলেই তার ছাপ পড়বে শরীর ও মুখের উপর। মেয়ে, ঘনিষ্ঠমহল, কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। 

PREV
18
নীল Bikinin-তে ঠিকরে পড়ছে হটনেস, ৪০ এও টলিপাড়া কাঁপাচ্ছেন স্বস্তিকা

সম্প্রতি এই হটনেসের মাত্রা ছাড়ালেন স্বস্তিকা। নীল রঙের স্যুইসুট। নো মেকআপ। এক গাল হাসি। 

28

এভাবেই পুলের মধ্যে পোজ দিলেন স্বস্তিকা। সঙ্গে রয়েছেন এক বান্ধবীও। তার সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না। 

38

কেরলের তাজ বেকাল রিসর্ট এবং স্পা-এ তোলা হয়েছে এই ছবি। আশপাশে ঘন জঙ্গল। মাঝে স্যুইমিং পুল। 

48

সেখানে নীল রঙের বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। শীতের মধ্যে স্যুইমিং পুলে স্বল্প পোশাকে স্বস্তিকা। 

58

এমনটা ভাবলে ভুল করছেন। ছবিগুলি তোলা বহু আগে। থ্রোব্যাক হিসেবে তিনি এগুলি পোস্ট করেছেন। 
 

68

পোস্টের ক্যাপশনে লিখেছেন, "আমি ডুব দিলে, তুমিও দেবে, সকলেই দেবে। তারপর ধীরে ধীরে জলের মধ্যে থিতিয়ে যাব।"

78

রিসর্টের অন্যান্য ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে পুলের সামনেই একটি বড় দোলনা দেখা যাচ্ছে। সকালে হোক বা রাতে, এমন দোলনায় আপন মনে বসে থাকলেই সময় কেটে যাবে। 

88

নিজের রুম থেকে তোলা একটি স্ন্যাপও শেয়ার করেছেন তিনি। স্যুইমিং পুল থেকে যে স্বস্তিকা চোখ সরাতে পারছেন না তা প্রমাণ হয়ে গিয়েছে। সব ছবিতেই পুলটি বর্তমান। রুমও নিয়েছিলেন পুলসাইড।

click me!

Recommended Stories