আবারও কি বিয়ের পিঁড়িতে স্বস্তিকা, 'ফুলশয্যা'র সাজে হটকে পোজ বঙ্গতনয়ার

Published : Nov 13, 2020, 02:51 PM ISTUpdated : Nov 13, 2020, 02:53 PM IST

আবারও কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন কী এমন হল তার। হাতে মোটা শাখা, কপাল লাল বড় টিপ, মাথায় ফুলের সাজ-এ তিনি যেন লাস্যময়ী। একের পর এক ক্লিক, কখনও হেসে লুটিয়ে পড়ছেন আবার কখনও কানের পাশে হাত দিয়ে হট পোজ দিয়েছেন। প্রতিটি ছবিতেই যেন নতুন নতুনের সংজ্ঞা দিয়েছেন, একঝলকে দেখে নিন ফুলের সাজে স্বস্তিকাকে।

PREV
17
আবারও কি বিয়ের পিঁড়িতে স্বস্তিকা, 'ফুলশয্যা'র সাজে হটকে পোজ বঙ্গতনয়ার

 টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের বরাবরই তিনি স্বপ্রতিষ্ঠিত। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই তিনি গলা চড়িয়ে গর্জে ওঠেন।

27

বরাবরই নিজেকে নিয়ে, নিজের বিভিন্ন লুক নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 

37

তবে সেই এক্সপেরিমেন্ট শুধু নিজের মধ্যেই নয়, বরং সকল ভক্তদের সঙ্গেই শেয়ার করেছেন অভিনেত্রী। 
 

47


সম্প্রতি নিজের ইনস্টা-তে কনের সাজে ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। প্রতিটি ছবিতেই নিজেক অন্যরকম লুকে মেলে ধরেছেন স্বস্তিকা।

57

হাতে মোটা শাখা, মাথায় ফুলের সাজ-এ তিনি যেন লাস্যময়ী। 
 

67

কখনও হেসে লুটিয়ে পড়ছেন আবার কখনও কানের পাশে হাত দিয়ে হট পোজ দিয়েছেন। একের পর এক ক্লিকে স্বস্তিকা যেন উষ্ণতার পারদ চড়িয়েছেন।

77

মুহূর্তের মধ্যে অনুরাগীদের নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ভাঙা গড়ার খেলায় তিনি যে সিদ্ধহস্ত তা ক্যাপশনেই জানিয়েছেন স্বস্তিকা।

click me!

Recommended Stories