'রাণী রাসমণি' ধারাবাহিকটি বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। বহু বছর ধরে টিআরপি তালিকার সেরা পাঁচের মধ্যেই থাকে 'রাণী রাসমণি'র নাম। দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান অর্জন করেছিল এই ধারাবাহিক। দিতিপ্রিয়া রায়ের এই জনপ্রিয়তা সম্ভব হয়েছে অনেকটা। পাশাপাশি ধারাবাহিকের চিত্রনাট্য, অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলাও হল সেরা টিআরপির কারণ। সম্প্রতি গোটা টিমকে দেখা গেল উৎসবে মজে থাকতে।
রুফটপ পার্টিতে গোটা রাসমণি পরিবারকেই নিজেদের বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। তাঁদের ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
78
সিদ্ধার্থ ঘোষ, সৌরভ সাহা থেকে শুরু করে ছিলেন নিলোত্পল বন্দ্যোপাধ্যায়, অমিতাভ দাস, বিশ্ব বসু বিশ্বাস।
88
অভিনেত্রীদের মধ্যে উপস্থিত হয়েছিলেন রোশনি ভট্টাচার্য, দিয়া চক্রবর্তী, সৌমি চক্রবর্তী, তুনশ্রী সহ অনেকে। দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিগুলি শেয়ার করেছেন।