দিতিপ্রিয়ার রুফটপ Party, হাজির হল 'রাণী রাসমণি'র টিম, ভাইরাল ছবি

Published : Jan 10, 2021, 07:41 PM IST

'রাণী রাসমণি' ধারাবাহিকটি বাংলা টেলিজগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি। বহু বছর ধরে টিআরপি তালিকার সেরা পাঁচের মধ্যেই থাকে 'রাণী রাসমণি'র নাম। দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান অর্জন করেছিল এই ধারাবাহিক। দিতিপ্রিয়া রায়ের এই জনপ্রিয়তা সম্ভব হয়েছে অনেকটা। পাশাপাশি ধারাবাহিকের চিত্রনাট্য, অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের প্রতিটি চরিত্র ফুটিয়ে তোলাও হল সেরা টিআরপির কারণ। সম্প্রতি গোটা টিমকে দেখা গেল উৎসবে মজে থাকতে। 

PREV
18
দিতিপ্রিয়ার রুফটপ Party, হাজির হল 'রাণী রাসমণি'র টিম, ভাইরাল ছবি

টিআরপি তালিকায় সেরা পাঁচের থাকার জন্য অবশ্য এই পারিট নয়। নতুন বছরে সকলে নিজেদের ব্যক্তিগত জীবন থেকে একটু ফাকা হতেই মজেছে 'রাসমণি'র উৎসবে। 

28

বাড়ির ছাদে, রান্না বান্না, খাওয়া দাওয়া মানেই পিকনিক একটা ব্যাপার। তবে গোটা দিন এখন কোন অভিনেতা অভিনেত্রীদের হাতেই নেই। 

38

তাই নাইপার্টিতেই মজেছিলেব তাঁরা। রাণী রাসমণি পরিবারের একাধিক সদস্যই উপস্থিত ছিলেন সেখানে। নজর ঘুরেছে অবশ্য দিতিপ্রিয়ার দিকেই। 

48

সাদা ও কালো রঙের ড্রেস পরেছিলেন দিতিপ্রিয়া। নিজের স্টেটমেন্ট স্টাইলেই ধরা দিয়েছেন তিনি। 

58

বয়েজকাটে সাইড সোয়েপ্ট হেয়ারস্টাইল, হালকা মেকআপ, সেমি ক্যানডিডি ফোটোশ্যুট। দিতিপ্রিয়ার থেকে যেন চোখ সরানো কঠিন। 

68

রুফটপ পার্টিতে গোটা রাসমণি পরিবারকেই নিজেদের বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। তাঁদের ছবিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

78

সিদ্ধার্থ ঘোষ, সৌরভ সাহা থেকে শুরু করে ছিলেন নিলোত্পল বন্দ্যোপাধ্যায়, অমিতাভ দাস, বিশ্ব বসু বিশ্বাস। 

88

অভিনেত্রীদের মধ্যে উপস্থিত হয়েছিলেন রোশনি ভট্টাচার্য, দিয়া চক্রবর্তী, সৌমি চক্রবর্তী, তুনশ্রী সহ অনেকে। দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিগুলি শেয়ার করেছেন। 

click me!

Recommended Stories