জিতের সঙ্গে কোয়েলের ঘনিষ্ঠতা, স্বস্তিকার সঙ্গে ব্রেক আপ, এই কী ক্যাট ফাইটের কারণ

ক্যাট ফাইট নিয়ে কার না উৎসাহ থাকে। তার উপর ফিল্ম ফ্রাটারনিটির দুই নায়িকা হলে তো কোনও কথাই নেই। স্বস্তিকা মুখোপাধ্যায় এবং কোয়লে মল্লিকের ঠান্ডা লড়াইয়ের কথা প্রায় অধিকাংশ সিনেপ্রেমীরাই জানে। আজ কোয়েলের জন্মদিনে এই ক্যাট ফাইটের কথাও উঠে আসে। নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের সম্পর্ক নিয়ে কটূক্তি, জিতের সঙ্গে কোয়লের ঘনিষ্ঠতা নিয়েও নানা মন্তব্য করেছিলেন স্বস্তিকা।

Adrika Das | Published : Apr 28, 2020 1:33 PM
112
জিতের সঙ্গে কোয়েলের ঘনিষ্ঠতা, স্বস্তিকার সঙ্গে ব্রেক আপ, এই কী ক্যাট ফাইটের কারণ

জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক কতখানি গভীর ছিল তা কারও অজানা নয়।
 

212

অন্যদিকে জিতের বেশ ভাল বন্ধু হলেন কোয়েল। যা কখনই ভাল ভাবে নেননি স্বস্তিকা।
 

312

জিতের সঙ্গে এই নিয়ে বারবার মতবিরোধ ঘটত স্বস্তিকার। কোয়েলের সঙ্গে জিতের ঘনিষ্ঠতাই স্বস্তিকা-জিতের সম্পর্কে চিড় ধরায়।
 

412

কোয়েলের পরিবারের সঙ্গে জিতের ভাল সম্পর্ক, যার কারণে স্বস্তিকা একবার ভেবেই বসেন যে কোয়েলের সঙ্গে বিয়ে হতে পারে জিতের।

512

যদিও বন্ধুত্ব ছাড়া তেমন কোনও সম্পর্কই ছিল না কোয়েল এবং জিতের মধ্যে। 
 

612

পরবর্তীতে জিতের সঙ্গে স্বস্তিকার ব্রেক আপ হয়। বিচ্ছেদের পর স্বস্তিকার কোয়েলের প্রতি বিদ্বেষ আরও বাড়তে থাকে।

712

কোয়েলের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে এক সাক্ষাতকারে যা নয় তাই বলেছিলেন স্বস্তিকা।

812

সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে কোয়েলের সম্পর্ক বহুদিনের।

912


সেই নিয়েও স্বস্তিকা কুমন্তব্য করেন। তাঁর কথায়, নিসপালের সঙ্গে কোয়েল নাকি কাজ পাওয়ার জন্য সম্পর্ক রেখেছিলেন।

1012


এছাড়াও জিৎ এবং কোয়েলকে নিয়েও নানা কটূক্তি করেন তিনি। এছাড়া কোয়েলের অভিনয় ক্ষমতা নেই বলেও দাবি করেন স্বস্তিকা।

1112

যদিও এ সমস্ত দাবি নিয়ে কোয়েল কোনও মন্তব্য করেননি। বরং মাত্র এক কথায় উত্তর দিয়েছিলেন অভিনেত্রী।

1212

তাঁর কথা, স্বস্তিকা এই ধরণএর মন্তব্য করে নিজের মানসিকতার পরিচয় দিয়েছেন। এর জবাব দিয়ে আমি নিজেকে ছোট করতে পারব না। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos