৩২-এই তিন বিয়ে ও এক সন্তান, টলিউড গসিপে অন্যতম চরিত্র শ্রাবন্তী

টলিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রিলের খবর পেতে দর্শকরা যত না বেশি উৎসাহিত থাকেন তার চেয়েও বেশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই উত্তেজিত হয়ে পড়ে। আজ শ্রাবন্তী রোশনের সঙ্গে বেশ ভালভাবেই সংসার করছে, এই নিয়েও ট্রোলড হতে হয়েছে তাঁকে। অতীতের সম্পর্কগুলির পাশাপাশি এখনকার বৈবাহিক জীবন, ফিরে দেখা যাক শ্রাবন্তীর জীবনের নানা ওঠাপড়ায়।

Asianet News Bangla | Published : Mar 6, 2020 5:48 PM
110
৩২-এই তিন বিয়ে ও এক সন্তান, টলিউড গসিপে অন্যতম চরিত্র শ্রাবন্তী
খুব কম বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু শ্রাবন্তীর। 'মায়ার বাঁধন'র পরই 'চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। দর্শক ছাড়াও আরও একজন ছিলেন যিনি শ্রাবন্তীর রূপ এবং গুণে মুগ্ধ হন।
210
রাজীব কুমার বিশ্বাস। টলিউডের অন্যতম পরিচালক রাজীব। কয়েকদিনের আলাপেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তাঁরা। জানা যায়, 'চ্যামেপিয়ন' ছবির সেটেই প্রেমালাপ শুরু হয় তাঁদের।
310
মাত্র ষোলো বছর বয়সে রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের ছেলে অভিমুন্য, ওরফে ঝিনুক। প্রথমদিকে সব ঠিক থাকলেও ধীরে ধীরে তিক্ততায় পরিণত হয় তাঁদের সম্পর্ক। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ ঘটে তাঁদের।
410
বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে তিনি জানা, রাজীব নাকি তাঁর উপর শারীরিক অত্যাচার চালাতেন। মদ্যপান করে এসে কেবল শ্রাবন্তীকেই নয় রীতিমত তাঁদের ছেলে অভিমুন্যর উপরেও হাত তুলেছিলেন। যার পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।
510
রাজীবের সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটতে না কাটতেই কৃষাণ ব্রজের সঙ্গে ২০১৭ এ সালের চুপিচুপি বিয়ে সেরে ফেললেন নায়িকা। কৃষাণ পেশায় একজন মডেল। জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে জিমে আলাপ হয় তাঁর।
610
বিয়ের কয়েক মাসের মধ্যেই কৃষাণের সঙ্গে তাঁর সম্পর্কে চিড় ধরে। ডিভোর্স ফাইল করতেও বেশি সময় নেননি তাঁরা। সকলকে তাক লাগিয়ে বিয়ের কয়েক মাসের মধ্যে বিচ্ছেদ হয় তাঁদের।
710
এই নিয়ে কম ট্রোলিংয়ের স্বীকার হননি তিনি। এমনকি তাঁর ছেলে ঝিনুককেও ট্রোলিংয়ের তীরে বিঁধতে হয়। এসব ট্রোলিং এবং সমালোচনার কোনওদিনই ধার ধারেননি অভিনেত্রী। নায়িকার কথায়, প্রতিটি সিদ্ধান্ত একান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার। এ বিষয় কাউকে কৈফিয়ত দিতে রাজি নন।
810
বিয়ের পর প্রথম পুজোর মরশুম। ফলে তা খানিকটা স্পেশ্যাল করেই সাজিয়ে নিয়েছিলেন শ্রাবন্তী ও রোশন। পোজ দিয়ে ছবিও তুলেছিলেন তাঁরা। শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
910
পাঞ্জাবী পরিবারের এই ছেলের সঙ্গে শ্রাবন্তীর ভগ্নিপতির সুবাদে আলাপ হয়। সেখান থেকেই বাড়তে থাকে তাঁদের ঘনিষ্ঠতা। এমনকি ঝিনুকের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক গড়ে ওঠে রোশনের। তাই বেশি ভাবনা চিন্তায় না গিয়ে চটজলদি বিয়ে সারেন তিনি।
1010
সম্পর্কের টানাপড়েনের পর অবশেষে কিছুটা থিতু হয়েছে পরিস্থিতি, এমনটাই আশা করছে ভক্তরা। নিত্যদিন রোশনের সঙ্গে ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রাবন্তী। প্রতিটি পোস্টে ভক্তরা এও কামনা করছে শ্রাবন্তীর এই বৈবাহিক জীবন সুখের হোক।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos