Published : Mar 06, 2020, 12:56 PM ISTUpdated : Mar 06, 2020, 02:01 PM IST
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের খবর প্রকাশ্যে আসা মাত্রই তা খবরের শিরোনামে জায়গা করে নেয়। টলিউডের সেলিব্রিটিদের মধ্যে যাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন, তাঁদের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছিল রাজ শুভশ্রীর বিয়ে। একাধিক জল্পনা ছড়িয়ে ছিল নেট দুনিয়ায়। সামনে উঠে এসেছিল কখনও রাজের ব্যক্তিগত জীবন, কখনও আবার অন্তরায় হয়ে দাঁড়িয়ে ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবন।
রাজ শুভশ্রীর সম্পর্কের আগে রাজের জীবনে এসেছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
29
মিমি চক্রবর্তীর কথায় এক ভুল বোঝা বুঝি থেকেই শুরু সমস্যা। সম্পর্কের ভাঙনের পর ভেঙে পড়েছিলেন মিমি চক্রবর্তী।
39
ততক্ষণ রাজ চক্রবর্তীর জীবনে উঁকি দিয়েছে শুভশ্রীর প্রেম। দুজনকে একই সঙ্গে দেখা গিয়েছিল বেশ কিছু জায়গায়।
49
গোপনে তাঁরা বাগদান পর্বও সেরেছেন, এমনও জল্পনা ছিল তুঙ্গে। অভিমান ছবির সেটে সপ্রথম রাজ শুভশ্রীর দেখা হয়।
59
অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তখন দেবের সম্পর্ক বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যেই শুভশ্রী জানিয়েছিলেন যে তিনি দেবের ভালো বন্ধু।
69
এরই মাঝে রাজের সঙ্গে পায়েলের সম্পর্কের খবর সামনে উঠে আসে। যদিও এই বিষয় অভিনেত্রী পায়েল স্পষ্ট করেই জানিয়েছিলেন যে তাঁরা কখনই দেখা করেননি।
79
তবে রাজের বিয়ের খবরে সব থেকে বেশি যা নজর কেড়েছিল সকলের তা হল রাজ ও মিমির প্রকাশ্যে বিচ্ছেদের খবর ছড়ানো। তাঁরা সম্পর্কে থাকা কালিন কিছুই জানাননি, কিন্তু পরবর্তীতে স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন বিচ্ছেদের কথা।