বোল্ডনেসে ছক্কা হাঁকালেন শর্মিষ্ঠা, অভিনেত্রীর ফ্যাশন গোলসে মুগ্ধ ভক্তরা

Published : Jun 03, 2020, 10:16 PM ISTUpdated : Jun 04, 2020, 12:06 AM IST

শর্মিষ্ঠা আচার্য, টলিউডে তিনি নিউকামার। বাংলা চলচ্চিত্র জগতে শর্মিষ্ঠার বেশিদিন হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই তিনি নেটদুনিয়ার হটকেক হয়ে উঠেছেন। কভি খুশি কভি গমের পু অর্থাৎ পূজার সঙ্গে এই অভিনেত্রীর দারুণ মিল। শর্মিষ্ঠা আচার্য এখনও পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাত্র দু'টি ছবি করেছেন। আর তাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। জনপ্রিয়তার কারণ হল অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল। টিকটক ভিডিও পোস্ট করে তিনি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। পাশাপাশি ফ্যাশন গোলসেও তিনি পারফেক্ট।

PREV
110
বোল্ডনেসে ছক্কা হাঁকালেন শর্মিষ্ঠা, অভিনেত্রীর ফ্যাশন গোলসে মুগ্ধ ভক্তরা

শরীরে হালকা মেদ থাকলেও স্বল্প পোশাকে সেই মেদ তুলে ধরতে মোটেই লজ্জা পান না শর্মিষ্ঠা। বরং কনফিডেন্টের সঙ্গে নিজের ফিগার শো অফ করেন। 

210

শর্মিষ্ঠা কেবল স্টাইলিশ পোশাকে ছবি পোস্ট করেন তা কিন্তু একেবারেই নয়। ফিটনেসের প্রতিও অগাদ টান তাঁর। 

310

প্রায়সই জিমের ছবি পোস্ট করেন শর্মিষ্ঠা। বলিউড সেলেব্রিটিরাই যে কেবল জিম লুক ভাইরাল করেছেন তা নয়।

410

নিত্যদিন নানা ধরণের স্টাইলিশ জিমওয়্যার পরে সকলকে জিমলুক গোলস দিচ্ছেন অভিনেত্রী। 

510

আপাতত জিমে যেতে পারছেন না বলেই হয়তো শর্মিষ্ঠার বোরজম আরও বেড়ে চলেছে। 

610

অন্তর্বাস পরে হোক কিংবা শাড়ি, সবেতেই সাবলিল শর্মিষ্ঠা। রিভিলিং পোশাকে তিনি যথেষ্ট স্বাচ্ছন্দবোধ করেন। যদিও ক্যারি করারও একটা বিষয় রয়েছে।

710

বোল্ডনেসের সঙ্গে শর্মিষ্ঠার সম্পর্ক যে বহুদিনের তা শর্মিষ্ঠার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নেই। 

810

সম্প্রতি একটি স্পোর্টস ব্রা পরে ছবি পোস্ট করেছেন শর্মিষ্ঠা। যেখানে ক্যাপশনে লিখেছেন তিনি হোম আইসোলেশনে বেশ বোর হচ্ছেন। 

910

তবে তাঁর বোর হওয়াতেই লাভবান হয়েছে নেটিজেনরা। তাঁর নানা ইনস্টাগ্রাম পোস্ট রীতিমত মনোরঞ্জন হয়ে উঠেছে সকলের কাছে। 
 

1010

শর্মিষ্ঠার সঙ্গে কভি খুশি কভি গমের, পু-এর মিল এখানেই। স্টাইল ডিভার পাশাপাশি ফিটনেস ফ্রিকও শর্মিষ্ঠা। 

click me!

Recommended Stories