Published : Jun 03, 2020, 10:16 PM ISTUpdated : Jun 04, 2020, 12:06 AM IST
শর্মিষ্ঠা আচার্য, টলিউডে তিনি নিউকামার। বাংলা চলচ্চিত্র জগতে শর্মিষ্ঠার বেশিদিন হয়নি ঠিকই তবে ইতিমধ্যেই তিনি নেটদুনিয়ার হটকেক হয়ে উঠেছেন। কভি খুশি কভি গমের পু অর্থাৎ পূজার সঙ্গে এই অভিনেত্রীর দারুণ মিল। শর্মিষ্ঠা আচার্য এখনও পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাত্র দু'টি ছবি করেছেন। আর তাতেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। জনপ্রিয়তার কারণ হল অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল। টিকটক ভিডিও পোস্ট করে তিনি নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। পাশাপাশি ফ্যাশন গোলসেও তিনি পারফেক্ট।