৪৭-এ পা রুদ্রনীলের, জন্মদিনে ফিরে দেখা যাক অভিনেতার টলি-বলি ময়দানের একঝলক


টলি ইন্ডাস্ট্রির সহ অভিনেতা হিসেবে পা দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আজ  ৪৭-এ পা দিলেন রুদ্রনীল। তার কেরিয়ারের উত্থানটা যেন চোখে পড়ার মতো। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতে আসা আর তারপরেই নিজের জমি যেন পাঁকিয়ে নিয়েছেন অভিনেতা। আর অভিনয়টা যে তার সহজাত তা তিনি প্রমাণও দিয়েছেন একবার নয়, একাধিকবার। শুধু বাংলা নয়,তার পাশাপাশি হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। টলি ইন্ডাস্ট্রিও এতদিনে বুঝে গিয়েছে তিনি লম্বা রেসের ঘোড়া। তার কেরিগ্রাফও উর্ধ্বগগনে। জন্মদিনে দেখে নেওয়া রুদ্রনীলের টলি-বলি ময়দানের একঝলক।

Riya Das | Published : Jan 6, 2020 6:50 AM IST / Updated: Jan 06 2020, 12:37 PM IST
120
৪৭-এ পা রুদ্রনীলের,  জন্মদিনে ফিরে দেখা যাক অভিনেতার টলি-বলি ময়দানের একঝলক
টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ ইতিমধ্যেই দর্শকমহলে বহুল পরিচিত। বাংলার দর্শকই যেন তার পরিচিতিকে এক অন্যা মাত্রায় পৌঁছে দিয়েছে।
220
শুধু বাংলা নয়, বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন।
320
বলিউডে বাঙালিদের জয়জয়কার চিরকালই ছিল আর থাকবে। সেই তালিকায় নয়া সংযোজন রুদ্রনীল ঘোষ।
420
পরিচালক অমিত শর্মা পরিচালিত 'বধাই হো' ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করে তিনি দর্শকমন জিতে নিয়েছেন।
520
টেলিভিশন, সিনেমার পাশাপাশি জাতীয় স্তরের বিজ্ঞাপনী ছবিতেও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ।
620
অভিনেতার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি রয়েছে তার। আর তার উত্তর তিনি দিয়েও দিয়েছেন। বিরসা দাশগুপ্তর 'বিবাহ অভিযান' ছবিটিই তার লেখা চিত্রনাট্যের ভিত্তিতে তৈরি। ছবিতে তিনি নিজেও ফাটিয়ে অভিনয় করেছেন। হাস্যরসে পরিপূর্ণ এই ছবিতে দর্শকমন জিতে নিয়েছেন তিনি।
720
হিরো হওয়ার জন্য ভাল চেহারা, লুকের প্রয়োজন বাংলা সিনেমায় এখন আর কোনও ম্যাটার করে না। এটা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা।
820
টলিপাড়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এমনি নামডাক রয়েছে সৃজিত-রুদ্রনীলের। সম্প্রতি কয়েকদিন আগে সৃজিতের বিয়ের সন্ধ্যেতেও আসর জমাতে দেখে গেছে রুদ্রনীলকে। সৃজিত-মিথিলা সহ আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের মধ্যে নজর কেড়েছিলেন রুদ্রনীল।
920
গত বছরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন রুদ্র। তার মধ্যে 'ভিঞ্চি দা ' অন্যতম। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'ভিঞ্চি দা' এই মরশুমের সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে। 'দ্য আর্ট অফ রিভেঞ্জ অফ আর্ট' কথাটির মধ্যেই যেন আক্ষরিক অর্থটা লুকিয়ে রয়েছে।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ঋত্বিক চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ। এছাড়াও ছিলেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য।বাংলা চলচ্চিত্রের কাল্ট অভিনেতা রুদ্রনীল যেন অন্য মাত্রা দিয়েছিলেন ছবিটিকে।
1020
'ভিঞ্চি দা' ছবির জন্য সেরা অভিনেতার সম্মানও পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
1120
ইন্ডাস্টির থেকে একেবারে বাইরে গিয়ে তিনি বিয়ে করতে চলেছেন। সূত্র থেকে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিয়ের ফুল ফুটতে চলেছে ইন্দ্রনীলের। যদিও এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।
1220
রুদ্রনীলের এক সময়কার প্রেমিকা অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন সেই সম্পর্কে ইতি টেনেছেন দুজনেই। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে শোনা যাচ্ছে আর বেশি দেরি নয়, নতুন ঘর বাঁধার দিকেই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী
1320
গত বছর 'সত্যান্বেষী ব্যোমকেশ' ছবিতে অজিতের চরিত্রে অভিনয় করে তিনি ফাটিয়ে দিয়েছিলেন। তার উজ্জ্বল উপস্থিতি নতুন ব্যোমকেশ-অজিত জুটিকে আর গভীর ভাবে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের সত্যান্বেষী জুটি মোহিত হয়েছিলেন দর্শকরাও।
1420
সিনেমা থেকে রাজনীতি সবেতেই চর্চায় রয়েছেন রুদ্রনীল। কিছুদিন আগে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক অবনতির পর থেকেই বিজেপি শিবিরে যোগদান নিয়েও জোর গুঞ্জন শোনা গিয়েছিল।
1520
টলি ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ বন্ধু কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রায়শই ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাজের ফাকে নিজেদের খুনসুটির একাধিক ছবিও শেয়ার করেন অভিনেতা।
1620
রহস্য মানেই রুদ্রনীল। টলি ইন্ডাস্ট্রিতে এরকমই একটা মিথ রয়েছে। আর তাতেও তিনি সফল।
1720
আজও এমন অনেক দর্শক রয়েছেন যে তার নামটা শুনলেই বির্তকের গন্ধ খুঁজে বেড়ান। যদিও তাতে তার কিছুই যায় আসে না। তিনি বেশ খোশমেজাজেই রয়েছেন।
1820
বহু বির্তকে নাম জড়িয়েছে রুদ্রনীলের। বেশ কিছুদিন আগে সারা দেশ যখন কাটমানি নিয়ে গর্জে উঠেছিল। তখনও বিতর্কিত মন্তব্য করে তিনি সমালোচনার শীর্ষে উঠে এসেছিলেন।
1920
ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের উপর বায়োপিক হতে চলেছে। ছবির নাম 'ময়দান ' যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। অজয়ের সঙ্গে ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীলকে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতায়। আপাতত এই ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা।
2020
অভিনয় নিয়ে বরাবরই কাটাছেড়া করেছেন অভিনেতা। একঘেয়েমি থেকে বেরিয়ে নতুনের সন্ধানে সর্বদাই ঘুড়ে বেড়াচ্ছেন অভিনেতা। আগামী দিনে তার অভিনয় নিয়ে আরও অনেক কিছু এক্সপেরিমেন্টাল কাজ দেখার আগ্রহী হয়ে রয়েছেন দর্শকরা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos