পায়ে পায়ে পার্নো এবার ৩৩-এ, জন্মদিনে থাকল তার সেরা কিছু মুহুর্ত

Ritam Talukder | Published : Oct 31, 2019 8:50 PM / Updated: Nov 01 2019, 03:33 PM IST
15
পায়ে পায়ে পার্নো এবার ৩৩-এ, জন্মদিনে থাকল তার সেরা কিছু মুহুর্ত
'রঞ্জনা অমি আর আসব না'র মতো প্রশংসিত ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন এই অভিনেত্রী
25
প্রীতম ডি গুপ্তার 'আহারে মন ' ছবিতে তিনি মনে রাখার মত কাজ করেছেন।
35
অরিন্দম সিলের পরিচালনায়ও পার্ণো মিত্র অসাধারন কিছু কাজ করেছেন। বলা যায় সব ফ্রেমেই তিনি মানানসই।
45
পার্ণো কে সর্বশেষ দেখা হয়েছিল মৈনাক ভৌমিকের 'হ্যাপি পিল' ছবিতে , যা রীতিমত প্রশংসিত হয়েছিল।
55
কৌশিক গাঙ্গুলির পরিচালনায়, 'অপুর পাঁচালি' তে পার্ণোর অভিনয় তো আজ লোকে ফিরে ফিরে দেখে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos