ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে সকলকে তাক লাগিয়ে দিলেন দর্শণা (Darshana Banik) । ঝড়ের বেগে ভাইরাল ছবি। সম্প্রতি রিল ভিডিওতে ওয়ানপিসে দিয়েছেন দর্শনা বণিক (Darshana Banik) । দর্শণার (Darshana Banik) হট লুকে ঝড় উঠলেও কোথাও গিয়ে যেন প্রথম ধাপে বেশ মানিয়ে নিতে সমস্যা হয় এই সেলেবের, একের পর এক কটাক্ষ, কুমন্তব্যের শিকার হতে হয় তাঁকে ।