সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ঘুরে এলেন মনামী। সুইজারল্যান্ডের ইন্টারলেকেনে গিয়ে ট্রেনে উঠে ছবি তুললেন মনামী।
210
চলন্ত ট্রেনে উঠে ছবি তুললেন নায়িকা। কালো টপের উপর লাল হাই নেক সোয়েটারে সব সময়ের মতোই উজ্জ্বল মনামী।
310
মনামী কাজের ব্যস্ততার মাঝে প্রায়ই বেড়াতে বেরিয়ে যান। কিছুদিন আগেই থাইল্যান্ড থেকে বেড়িয়ে এলেন মনামী।
410
ইরাবতীর রূপে ইনস্টাগ্রামে ফোটো পোস্ট করেছেন মনামী। এই সিরিয়ালটি দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়।
510
ইদ উপলক্ষে নতুন সাজে সামনে এসেছিলেন মনামী ঘোষ।
610
একেবারে অন্য রূপে মনামী ঘোষ। শুধু অভিনয় নয়। তাঁর ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় তিনি কতটা ফ্যাশন সচেতন।
710
জাঙ্গফ্রাউ মাউন্টেনের সামনে ধ্যানমগ্ন মনামী। সাদা বরফের মাঝে হলুদ জ্যাকেটে ফ্যাশনিস্তা মনামী।
810
শাড়িতে কীভাবে ফ্যাশনিস্তা হয়ে উঠতে হয়, তা ভাল মতোই জানেন মনামী। নীল শাড়ির সঙ্গে কালো ব্লাউজে বঙ্গতনয়া নায়িকা। লম্বা খোলা কোঁকড়া চুলের সঙ্গে কানে ঝুমকো পুরো সাজটিকে সম্পূর্ণ করেছে।
910
শাড়িতে মোহময়ী মনামী। ইরাবতীর চুপকথা ধারাবাহিকেও নানা ফ্যাশনের শাড়িতে দেখা যায় মনামীকে।
1010
এখন রাফল শাড়ি ফ্যাশনে ইন। তার সঙ্গে সাদা রাফল ব্লাউজ শাড়ির সঙ্গে এক্কেবারে মানানসই। মনামী এই সাজেও সুন্দর।