স্বস্তিকা-অন্বেষা থাইল্যান্ডে! মেয়ের সঙ্গে কেমন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী

শ্যুটিং আর কাজের চাপের ফাঁকে সময় পেলেই বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়েন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তাঁর সঙ্গে সব সময়ের সঙ্গী হিসেবে যান মেয়ে অন্বেষা। এবার মেয়েকে নিয়ে স্বস্তিকা ছুটি কাটাতে গিয়েছেন থাইল্যান্জ।  সুবর্ণভূমি বিমানবন্দর থেকে বিচ পার্টি, বিভিন্ন ছবি ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন স্বস্তিকা। কেমন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে। 
 

swaralipi dasgupta | Published : Jun 12, 2019 5:34 AM IST / Updated: Jun 12 2019, 11:35 AM IST
17
স্বস্তিকা-অন্বেষা থাইল্যান্ডে! মেয়ের সঙ্গে কেমন ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী
মাথায় ফুলের টিয়ারা আর কানে বড় দুল। বিচ পার্টির জন্য প্রস্তুত স্বস্তিকা।
27
থাইল্যান্ডের রাস্তায় ব্ল্যাক ড্রেসে সব সময়ের মতো ফ্যাশনিস্তা স্বস্তিকা।
37
মেয়ে অন্বেষার সঙ্গে বিচ পার্টিতে মেতেছেন স্বস্তিকা। মা মেয়ের মধ্যে বন্ধুত্ব ছবিতে স্পষ্ট।
47
সমুদ্রের ধারে মায়াবী আলোয় বিশ্রাম।
57
এভাবেই রোজ যদি ভোর হতো- থাইল্যান্ডের রিসর্টে স্বস্তিকা।
67
এই স্ট্র কিন্তু প্লাস্টিকের নয়। দেশের মানুষকে সচেতন করতে পোস্ট স্বস্তিকার।
77
স্বস্তিকা মেয়ে অন্বেষার সঙ্গে বসে সেলফি তুলছেন। অন্বেষা মুঠোযন্ত্রয়ে ব্যস্ত।
Share this Photo Gallery
click me!

Latest Videos