Published : Feb 05, 2021, 02:23 PM ISTUpdated : Feb 05, 2021, 02:35 PM IST
অবশেষে গাঁটছড়া বাঁধলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বাংলা টেলিজগতের দুই জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' এবং 'খড়কুটো'র অভিনেতা অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়লেন ফেব্রুয়ারির ৪ তারিখ। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিয়ের পর প্রথম ছবিগুলি। লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠএছেন তৃণা। অন্যদিকে সাদা পাঞ্জাবি পাজামাতে কুল বর নীল। টেলিদুনিয়ার আরও এক রিউমার্ড জুটি অদ্রিজা রায় এবং ক্রুশাল আহুজার সঙ্গে তাঁদের ছবি ভাইরাল হয়।