তৃণার সিঁথি ভরা সিঁদুর, বিয়ে সারতেই গাঢ় চুম্বন, 'ত্রিনীল'র রাজকীয় বিয়ের ঝলক

Published : Feb 05, 2021, 02:23 PM ISTUpdated : Feb 05, 2021, 02:35 PM IST

অবশেষে গাঁটছড়া বাঁধলেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বাংলা টেলিজগতের দুই জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' এবং 'খড়কুটো'র অভিনেতা অভিনেত্রী সাত পাকে বাঁধা পড়লেন ফেব্রুয়ারির ৪ তারিখ। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে বিয়ের পর প্রথম ছবিগুলি। লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠএছেন তৃণা। অন্যদিকে সাদা পাঞ্জাবি পাজামাতে কুল বর নীল। টেলিদুনিয়ার আরও এক রিউমার্ড জুটি অদ্রিজা রায় এবং ক্রুশাল আহুজার সঙ্গে তাঁদের ছবি ভাইরাল হয়। 

PREV
18
তৃণার সিঁথি ভরা সিঁদুর, বিয়ে সারতেই গাঢ় চুম্বন, 'ত্রিনীল'র রাজকীয় বিয়ের ঝলক

বিয়ের আসরে বসে বর কনে। হোমকুন্ডের সামনে বসে মন্ত্র পড়তে পড়তেই চলছে ক্যামেরার পোজিং। 

28

ভিক্ট্রি সাইন হাতে নিয়েই চলল তাঁদের ফোটোশ্যুট। খোলা জায়গায় বসেছিল বিয়ের আসর। 

38

সেখানেই টোপর মাথায় নীল এবং মুকুট মাথায় তৃণাকে দেখে অভিভূত হয়ে চলেছে ভক্তরা।

48

এলাহি আয়োজন, রাজকীয় বিয়ে। ডিজনিল্যান্ডের মত স্বপ্নের বাগদানের পর এবার স্বর্গের মত বিয়ে। 

58

সবের সাক্ষী থাকল গোটা সাইবারবাসী। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। লাজে রাঙা হয়েছেন তৃণা। 

68

অন্যদিকে টোপর মাথায় খানিক লজ্জা পেয়েছেন নীলও। ক্রুশাল ও অদ্রিজার সঙ্গে পোজ দিতেই অবশ্য ভুলেছেন লাজ। 

78

'কৃষ্ণকলি' ধারাবাহিকের অভিনেতাদের সঙ্গেও ছবি ভাইরাল হয়েছে নীলের। বাদ যায়নি 'খড়কুটো'র টিমও। 

88

সকলের আশীর্বাদ ও ভালবাসাকে সঙ্গে করেই শুরু হল নীল ও তৃণার এক নতুন পথচলা। শুভেচ্ছায় ভরল নেটদুনিয়া।

click me!

Recommended Stories