দামি শাড়ি, জুতো, গয়না, নীলের বাড়ি থেকে আসা তত্ত্বে কী কী পেলেন তৃণা

বিয়ের সানাই বেজেই চলেছে বাংলা টেলিজগতে। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার বিয়ে নিয়ে এখনও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিয়ে হয়ে গেলেও বিভিন্ন নিয়ম কানুন দেখার আগ্রহে অপেক্ষা নিয়ে বসে ভক্তরা। বিয়ের পর বিভিন্ন খেলা, নিয়ম, ভাতকাপড়ের অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকে এই অনুরাগীরা। তাদের মন রাখতেই সবের ঝলক নিয়ে প্রকাশ্যে এলেন তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। 

Adrika Das | Published : Feb 7, 2021 1:00 PM IST
18
দামি শাড়ি, জুতো, গয়না, নীলের বাড়ি থেকে আসা তত্ত্বে কী কী পেলেন তৃণা

ভাত কাপড়ের অনুষ্ঠানের ঝলক নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন নববধূ তৃণা। 

28

পরণে লাল ও সবুজ শাড়ি সঙ্গে সাদা মডার্ন পাঞ্জাবি পরে দাঁড়িয়ে স্বামী নীল ভট্টাচার্য।

38

ভাত কাপড়ের অনুষ্ঠানের পাশাপাশি তত্ত্বের বিভিন্ন ঝলক নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। 

48

ঘরে ভর্তি করে রাখা তত্ত্ব। যেখানে রয়েছে শাড়ি, গয়না, পোশাক, সাজসজ্জার জিনিস, জুতো আরও অনেক কিছুই। 

58

নীলকে ট্যাগ করে একটি ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন তৃণা। 

68

তাঁর সোশ্যাল মিডিয়াতে নজর আটকে গিয়েছে সাইবারবাসীর। ট্রাডিশনাল বাঙালি মতে বিয়ে হলেও মডার্ন ছোঁয়াও রয়েছে। 

78

বিয়ে, সাত পাক, সিঁদুরদান সবের ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এবার তত্ত্বের ভিডিও নিয়ে চর্চা শুরু। 

88

রিবন দিয়ে সুন্দরভাবে প্যাক করা তত্ত্ব। দামি জুতো, ব্র্যান্ডেড ব্যাগ, হাই এন্ড কসমেটিকস সবই রয়েছে তত্ত্বে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos