'খড়কুটো' ধারাবাহিকে পুটু পিসির বিয়ে নিয়ে টানটান উত্তেজনা চলছ। আদৌ কি পুটু পিসির বিয়ে হবে, তা সময়ই বলবে। মুখোপাধ্যায় পরিবারের হুল্লোড় গ্যাং নয়া ফাঁদ পেতেছে। সেই ফাঁদের জন্যই বোরখা পরে ছদ্মবেশে দেখা যাবে গুনগুনকে। শুটিংয়ের ফাঁকেই ভিডিও পোস্ট করেছেন গুনগুন।