চাঁদু থেকে বিগ বস সঞ্চালক, বিনোদন জগতে কুড়ি বছরের সফরে জিৎ

Published : May 07, 2020, 06:01 PM ISTUpdated : May 07, 2020, 10:32 PM IST

বাংলা নয়, তেলেগু ছবির মধ্যে দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল জিৎ-এর। বিভিন্ন ধারাবাহিকে কাজ করার সময়ই পাড়ি দিয়েছিলেন মুম্বইতে। সেখানে পাঁচ বছর থেকে কলকাতায় ফিরেছিলেন জিৎ। আর সেখানেই ফিরেছিল অভিনেতার ভাগ্য। টলিউডের সুপারস্টারের ২০ বছরের সফরের এক ঝলক। 

PREV
115
চাঁদু থেকে বিগ বস সঞ্চালক, বিনোদন জগতে কুড়ি বছরের সফরে জিৎ

জিতের আসল নাম জিতেন্দ্র মদনানী। ৩০ নভেম্বর ১৯৭৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা। 

215

তিনি প্রথমে সেন্ট জোসেফ এন্ড মারি স্কুলে পড়তেন, পরবর্তীতে নিউ আলিপুর ও পরে ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন।

315

পরবর্তীতে জিৎ ভবানীপুর কলেজ ভর্তি হন, সেখান থেকেই স্নাতক পাশ করেন। এরপরই পরিবারের ব্যবসাতে যোগ দিয়েছিলেন অভিনেতা। 

415

তবে জিৎ-এর ছোট থেকেই ছিল অভিনয় জগতে আশার ইচ্ছে। বিনোদন জগতের প্রতি টান তাঁর ছোট থেকেই। স্বপ্নপূর্ণ হয় বেশকিছু সিরিয়ালের মধ্যে দিয়ে।

515

বিষবৃক্ষতে তারাচরণ চরিত্র, জননীতে অনিল চরিত্রে সহ আরও কিছু সিরিয়ালে অভিনয় করেন। এরপর তিনি মুম্বই যান সেখানেই কাটিয়েদেন পাঁচটি বছর। 

615

এরপর জিৎ প্রসেনিয়াম আর্ট সেন্টার নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এই প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন ইংরেজি নাটকে অভিনয় করেছিলেন, যার মধ্যে অন্যতম আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যাট দ্য ফ্লোর প্রভৃতি। 

715

মুম্বইতে এক তেলেগু ছবিতে অভিনয় করার সুযোগ আসে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির নাম ছিল চাঁদু। এটাই জিৎ-এর প্রথম ছবি। 

815

 ২০০১ সালের অক্টোবরে জিৎ কলকাতায় ফেরেন, সেখানেই দেখা হয় পরিচালক হারানাথ চক্রবর্তীর সঙ্গে এন.টি.ওয়ান. স্টুডিওতে। এরপরই বাংলা পেয়েছিল পরবর্তী সুপারস্টারকে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সাথী বক্সঅফিসে ঝড় তোলে। 

915

সাথী ছবি প্রথম কলকাতার বুকে নয় কোটি টাকা আয় করে। এরপরই শুরু হয় জিৎ-এর সফর। স্বস্তিকা ও কোয়েলের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন জিৎ। 

1015

১০ কোয়েল ও জিৎ-এর জুটিতে মুক্তি পেয়েছে একের পর এক হিট ছবি। তবে তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জিৎ এমনটাই খবর যখন সর্বত্র ছড়িয়েছে, ঠিক তখনই ২০১১ সালে বিয়ের খবর দিয়েছিলেন জিৎ। 
 

1115

২৪ জানুয়ারি ২০১১ সালে মোহনা রতনানীকে বিয়ে করেন জিৎ। পেশায় তিনি একজন শিক্ষিকা। বছর ঘুরতেই মিলেছিল সুখবর। 

1215

২০১২ সালে ১২ ডিসেম্বর তাঁদের পরিবারে আসে নতুন সদস্য। জিৎ তাঁর মেয়ের নাম রাখেন নবন্যা। 

1315

টেলিভিষণের পর্দাতে ঝর তোলেন জিৎ। বাংলার বিগ বসের সঞ্চালনার সুদাবে দর্শকদের ড্রইং রুমে জায়গা করে নেওয়া জিৎ। 

1415

২০১২ সালে নিজের প্রযোজনার কাজে হাত দেন জিৎ। তাঁর প্রযোজনায় তৈরি প্রথম ছবি ছিল ১০0 পারসেন্ট লাভ। 

1515

২০২০ সালে প্রথম বাংলা ছবিও মুক্তি পায় জিৎ-এরই। ছবির নাম অসুর। বিয়ের পর নুসরতের এটিই ছিল প্রথম ছবি। 

click me!

Recommended Stories