ডেট করার ইচ্ছা ঋতাভরীকে, ইন্টারনেট সেনসেশনের রয়েছে এই একটাই শর্ত

Published : Sep 11, 2020, 10:45 PM IST

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর একটি পোস্টেই ফের আগুন ধরে নেটদুনিয়ায়। ফোটোশ্যুটের ভিডিও হোক বা বাড়িতে তোলা সাধারণ সেলফি, সবেতেই তিনি সাবলিল, হট এবং সেনসেশনালাল। যাই পোস্ট শেয়ার করেন তাতেই ভাইরাল হয়ে ওঠেন ঋতাভরী। বিশেষত হট ছবি পোস্ট করলেই নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দিন কতক আগে কালো পোশাকে ক্যামেরায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে চোখ কপালে নেটবাসীর। এই হট ছবিতেই লুকিয়ে ঋতাভরীর ডেটে যাওয়ার শর্ত। 

PREV
110
ডেট করার ইচ্ছা ঋতাভরীকে, ইন্টারনেট সেনসেশনের রয়েছে এই একটাই শর্ত

সম্প্রতি নিজের ফোটোশ্যুটের ছবি পোস্ট করে দিলেন অভিনব ক্যাপশন। সেই ক্যাপশনেও রয়েছে করোনা নিয়ে সতর্কতা। 

210

দেশের মানুষদের মাস্ক পরার আর্জি জানালে অনেকেই তার গুরুত্ব দিচ্ছে না। তবে অভিনব কায়দায় মাস্ক পরার বিষয় হলে লোকে অবশ্য তা শোনার প্রবণতা রাখে। 

310

তেমনই এক অভিনব কায়দায় মাস্ক পরার সতর্কতা দিলেন ঋতাভরী। সাদা রঙের অন্তর্বাস, সঙ্গে ফ্লোরাল জ্যাকেটে সেজেছেন তিনি। 

410

স্টেটমেন্ট লুকে ধরা দিয়ে ক্যাপশনে লিখেছেন, "ব্রাঞ্চ ডেটে যাওয়ার আগে আমি আমার মাস্কটা নিয়ে আসি।"

510

অবশ্য নেটিজেনরা তাঁর ছবির ক্যাপশনের দিকে কম তাঁর দিকেই বেশি করে নজর দিচ্ছে। 

610

অভিনেত্রীর কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রায় সমস্ত আপডেটই দিতে থাকেন।

710

নিত্যদিন নতুন কিছু পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। তিনি কেবল নিজের আপডেটই নয়, তাঁর ফলোয়াড়রা এই লকডাউনে কীভাবে সময় কাটাচ্ছেন তা জানার জন্য সম্পূর্ণভাবে আগ্রহী তিনি। 

810

তাই নিজের কাজকর্মের সঙ্গে ভক্তদের সঙ্গেও কমেন্ট সেকশনে আড্ডা দেন অভিনেত্রী। লকডাউনে ছবি ভিডিও পোস্ট করা ছাড়াও আরও একটি বিষয় নিয়ে ভক্তদের মনোরঞ্জন করছেন তিনি। 

910

তা হল মিনিয়েচার আর্ট। একটি বিশেষ ধরণের ফর্ম অফ আর্ট যা ছোট ছোট জিনিস দিয়ে ক্রাফ্টের মত তৈরি করতে হয়। অভিনয়ের মতই এই মিনিয়েচার আর্টও ঋতাভরীর খুব পছন্দের। 

1010

বহুদিন ধরেই শিখেছেন এই মিনিয়েচারের কাজ। কেবল কোয়ারেন্টাইনের সময়েই নয়, সময় সুযোগ পেলেই বসে পড়েন ক্ষুদে ক্ষুদে জিনিসপত্র নিয়ে। 

click me!

Recommended Stories