এখন পুজো (Durga Puja) শুরু হয়ে যায় তৃতীয়া থেকে। কিন্তু, সেই সময় অফিসের ছুটি পাওয়া যায় না। ফলে বেশিরভাগ মানুষের পুজোই শুরু হয় ষষ্ঠী (Shashthi) থেকে। ষষ্ঠীর দিন সকালে বেছে নিতে পারেন হালকা রঙের কোনও শাড়ি। সেক্ষেত্রে গরমের মধ্যে সাদা একেবারেই উপযুক্ত। সাদা শাড়ির সঙ্গে এমব্রয়ডারির কাজ করা ডিজাইনার ব্লাউজ (designer blouse) পরতে পারেন। আর তার সঙ্গে বেছে নিতে পারেন হালকা গয়না ও হালকা মেকআপ। আপনার এই ছিমছাম লুকই ষষ্ঠীর সকালের জন্য একেবারে উপযুক্ত হয়ে উঠবে।